সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে জড়িত সালমান খান! উত্তাল সোশ্যাল মিডিয়া
এবারে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে উঠে এল বর্ষীয়ান বলিউড অভিনেতা সালমান খানের নাম। উত্তাল সোশ্যাল মিডিয়া!
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে গোটা দেশে নেটিজেনের সাক্ষী হয়েছেন করন জোহর থেকে বর্ষীয়ান নেতা সালমান খানও। তাঁর বিরুদ্ধেও এই হত্যায় জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দেব নারায়ন নামে সুশান্তের পরিবারের এই ব্যক্তির দাবি, সুশান্তের মৃত্যুর সঙ্গে সরাসরি জড়িত সালমান খান ও তার ফ্যামিলি।
তবে শুধু এইটুকু নয়, তাঁর বাবা কংগ্রেসের MLA সিদ্দিকি তিনি এই কেসের সঙ্গে জড়িত সালমানের বন্ধুকে বাঁচানোর চেষ্টা করেছেন। মুম্বইয়ের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব অমিত শাহ এবং RAW কে ট্যাগ করে এই খবর তিনি টুইটারে আপলোড করেন। কিন্তু আশ্চর্যভাবে কিছুক্ষনের মধ্যেই তার টুইটার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যায়।
অন্যদিকে সুশান্তের মৃত্যুর খবর বেলা একটায় দিকে বেরোলেও সকাল নটায় গুগল উইকিপিডিয়ায় আপলোড হয়ে যায়! অন্যদিকে তার ইনস্টাগ্রাম ও টুইটার অ্যাকাউন্ট দিয়ে পোস্ট ডিলিট করা হচ্ছে, আনফলোও করা হচ্ছে! কীভাবে সম্ভব? প্রমান নিয়েই ছিনিমিনি খেলা চলছে কিন্তু খেলছে কে? তার উপযুক্ত উত্তর এখনও মেলেনি।