মঙ্গলবার জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে অঙ্গণওয়াড়ি কর্মীদের অংশ গ্রহণের মধ্যে দিয়ে ডেঙ্গুয়াঝাড় চা বাগানে অনুষ্ঠিত হল একদিনের সখী মেলা । এদিনের এই মেলার উধবোধন করেন জেলা শাসক মৌমিতা গোধরা বসু ।
জেলা শাসক মৌমিতা গোধরা বসু বলেন , রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ধারাকে এগিয়ে নিয়ে যেতে এবং প্রকল্প গুলোর সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতেই এই ধরণের অনুষ্ঠান জেলার সব প্রান্তেই করা হচ্ছে । এই একদিনের সখী মেলায় উন্নয়ন কর্মযজ্ঞের বিভিন্ন স্টল গুলো যেমন রয়েছে তার সঙ্গেই বিভিন্ন খেলার মধ্যে অংশ নিয়ে সাধারণ মানুষ এই প্রকল্প গুলির সম্পর্কে আরও স্পষ্ট ধারণা নিতে পারবেন।
সূত্র :- কুশল দাশগুপ্ত, উত্তরবঙ্গ