মুক্তি পেল সড়ক টু এর ট্রেলার, লাইকের চেয়ে ডিসলাইকের সংখ্যা তিনগুণ বেশি
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই তাঁর ভক্তরা বলিউডে স্বজনপোষণ এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে, বয়কটের দাবিও উঠছে বলিউডের একাংশ অভিনেতা অভিনেত্রীর বিরুদ্ধে , সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ সিনেমা ‘দিল বেচারা’ সাফল্যর রেকর্ড গড়েছে, তবে যেমন অনুমান করা হয়েছিল ঠিক তেমনভাবেই ব্যর্থতার মুখ দেখতে হবে বলে মনে হচ্ছে সড়ক ২ কে। মঙ্গলবারের জায়গায় বুধবার মুক্তি পেল ছবির ট্রেলার,
মুক্তির প্রথম ঘন্টাতেই ইউটিউবে লাইকের তুলনায় তিনগুণ বেশি হল ডিজলাইকের সংখ্যা।
ইউটিউবে সড়ক টুয়ের ট্রেলারে ডিসলাইকের সংখ্যা 2.5 মিলিয়ন যেখানে লাইক মাত্র 153 হাজার।
আগামী ২৮ অগস্ট ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে পরিচালক মহেশ ভাটের ছবি সড়ক টু, আলিয়া ভাট, সঞ্জয় দত্ত,পূজা ভাট এবং আদিত্য রয় কাপুর অভিনয় করছেন এই সিনেমায়।
পূজা ভাট ও সঞ্জয় দত্ত অভিনীত সড়ক ছবির সিক্যুয়েল এই ছবি।
মহেশ ভাট এই ছবিতেই প্রথম মেয়ে আলিয়া ভাটকে ডিরেক্ট করছেন। কয়েক দিন আগে ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে সড়ক টু সম্পর্কে তিনি লেখেন, তাঁর ঘাড়ে কোনও বোঝা নেই বা কোনও ওজন নেই। কোনও খ্যাতি রক্ষারও লড়াই নেই বা কোনো লক্ষ্যও নেই কিছু পূরণ করার, প্রমাণ দেওয়ার নেই কাউকে। তাই যদি এই ছবিকে দর্শক ভালোবাসে তাহলে সেই সাফল্য দর্শকের, যদি ব্যর্থ হয়, তাহলে সেই ব্যর্থতার দায় থাকবে শুধুই তাঁর।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে একের পর এক বিতর্কে উঠে এসেছে মহেশ ভাট এর নাম, কখনও স্বজন পোষণ তো কখনও রিয়া চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সুশান্তের ভক্তরা সড়ক ২ বয়কটের ডাক দিয়েছেন।