রাশিয়ায় আবিষ্কৃত করোনা টিকায় প্রয়াত পুতিনের মেয়ের! নেটপাড়া জুড়ে চাঞ্চল্য
করোনা কবলিত বিশ্বে সবাইকে চমক দিয়ে প্রথম করোনা ভ্যাকসিন এনেছিল রাশিয়া। তা নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে জোর সমালোচনা। তবে কোন কথায় কান না দিয়ে প্রতিষেধকের বানিজ্যিক উৎপাদন শুরু করে মস্কো। ইতিমধ্যে ফের আরেক ঘটনায় চাঞ্চল্য ছড়াল নেটপাড়ায়। করোনার প্রথম টিকা দেওয়ার পরই নাকি মৃত্যু হয়েছে ভ্লামিদির পুতিনির কন্যার। সম্প্রতি এরকমই একটা খবর আপলোড হয়েছে TorontoToday.net ওয়েবসাইটে।
গত ১২ ই আগস্ট করোনা ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষা পর্ব শুরু হয়েছিল। এই পর্বে মস্কো ছাড়া পশ্চিম এশিয়া ও লাতিন আমেরিকার বিস্তীর্ন অঞ্চলে প্রায় দুহাজারের বেশী মানুষের উপর প্রয়োগ করা হবে।চলতি খবর অনুযায়ী, ২০২১ এর জানুয়ারীর মধ্যেই ৫০ লাখ ডোজ মার্কেটে আনা হবে।
সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে এই খবর। ” ক্রেমলিন এ বিষয়ে মন্তব্য না করলেও রাশিয়ার প্রথম করোনা ভ্যাকসিন নিয়ে প্রয়াত হয়েছেন ভ্লামিদির কন্যা।”
তবে এ প্রসঙ্গে ক্রেমলিনের তরফে কোন তথ্য পাওয়া যায়নি। মস্কোর কোন বড় সংবাদমাধ্যমেও প্রকাশ করা হয়নি এই খবর।
এছাড়াও প্রদত্ত ওয়েবসাইটে যে ইউটিউব ভিডিওয়ের লিঙ্ক আছে তা একটি জ্যোতিষ চ্যানেলের। যেখানে লেখা আছে, ” সত্যি হতেও পারে নাও হতে পারে।”
প্রসঙ্গত, মেয়েকে করোনা টিকা দেওয়ার আগে পুতিন কন্যার দেহের তাপমাত্রা ছিল ১০০.৫° C। ভ্যাকসিন দেওয়ার পরে সেই তাপমাত্রা ৯৮° তে নেমে আসে।