ইংল্যান্ড থেকে “star of covid award” পেলেন রুহিত সুমন।
কোভিড-১৯ করোনা মোকাবেলায় মানবিক কাজের স্বীকৃতিস্বরুপ “স্টার’স অফ কোভিড অ্যাওয়ার্ড” পেলেন বাংলাদেশের যুব সংগঠক ও ময়ূরপঙ্খী সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সুমন রহমান (রুহিত সুমন) । ওয়ার্ল্ড হিউম্যান ড্রাইভ (ডব্লিউএইচডি),ইউ.কে এর পক্ষ থেকে সারাবিশ্বে ৪০ জন করোনা যোদ্ধাকে এই সম্মান দেওয়া হয়।এই আন্তর্জাতিক সংসস্থাটি বাংলাদেশের রুহিত সুমন কে এই সম্মান দেন
লন্ডনে গত 28 জুন ভিডিও কনফারেন্স দ্বারা এই অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কসভো রাষ্ট্রপতি, নেপালের প্রধানমন্ত্রী, স্পেনের জাতীয় প্রেসিডেন্ট, বিশ্ব হিউম্যান প্রতিষ্ঠাতা এছাড়া আরো অনেকে।
রুহির সুমন বলেন “এটা বাংলাদেশের প্রাপ্তি। গত ২ মাস যাচাই করার পর এই পুরস্কার পেয়ে তিনি আনন্দিত।আমি এই পুরস্কারটি করোনায় মৃত্যুবরণকারী এবং সকল করোনাযোদ্ধাদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম । আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি দ্রুত যেন আমরা এই মহামরী থেকে পরিত্রাণ পাই । সেইসাথে আমরা যেন স্বাস্থ্যবিধি মেনে আমাদের কর্মক্ষেত্রে যাই এবং সামাজিক দূরত্ব বজায় রাখি ।
তার সাথে সবাই যেনো সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য নিষেধাজ্ঞা মেনে চলে। তারা এই পরিস্থিতিতে “ময়ূরপঙ্খী” মাধ্যমে নানারকম কাজ চালিয়ে যাচ্ছে। অসহায়, দুঃস্থ মানুষদের পাশে থাকার চেষ্টা করছে। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তাকে এই পুরস্কার দ্বারা সম্মানিত করার জন্য