কেন্দ্রীয় সরকারের রাজ্যের উপর লাগাতার আক্রমণে যেভাবে অর্থনৈতিক সংকট বেড়ে চলেছে তার প্রতিবাদে তৃনমূল কর্মীরা এক বিশাল মিছিলে শহর পরিক্রমায় করে। রিষড়ার শহর তৃনমূল কংগ্রেসের সভাপতি তথা রিষড়া পরিষেবার প্রশাসক বিজয় সাগর মিশ্র ও প্রশাসক মন্ডলীর সদস্য জাহিদ হাসান খানের নেতৃত্বে শহর পরিক্রমা করে মিছিল। এব্যাপারে বিজয় সাগর মিশ্র জানান, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে এই প্রতিবাদ মিছিলটি করেছি।
কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী যেভাবে রাজ্যকে অর্থনৈতিক ভাবে বঞ্চনা করছে তার তীব্র প্রতিবাদ আমরা করেছি। গরিব কল্যান যোজনা সহ জিএসটি – সব কিছুতেই বঞ্চনার শিকার রাজ্য। আজকের এই মিছিলে পা মেলান তৃনমূলের সমস্ত স্তরের কর্মীরা।
এদিনের মিছিলে উপস্থিত ছিলেন রিষড়া পৌরসভার কো-অর্ডিনেটর শীতল ঘটক, শুভজিত সরকার, অভিজিৎ দাস, হর্ষ ব্যানার্জি, টিকু মিস্র ,সন্ধ্যা দাস এবং পৌলোমী চক্রবর্তী। রিষড়া পৌরসভার সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শুরু হয়ে এনএস রোড, এনকে ব্যানার্জি রোড, জি টি রোড সন্ধ্যাবাজার হয়ে ওয়েলিংটন জুট মিলের সামনে এসে শেষ হয়। অন্যদিকে শ্রীরামপুরের পৌর এলাকাতেও মিছিল বের করে তৃনমূল কংগ্রেস। দিলীপ যাদবের নেতৃত্বে এই মিছিল শ্রীরামপুরের বিভিন্ন এলাকা পরিক্রম করে।
মিছিলের শেষে রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের একের পর এক বঞ্চিত পাওনাগুলোর দাবি জানান। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধেই এদিন রুখে দাড়ায় তৃণমূল কংগ্রেস।