দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো অবশেষে
ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে বাঙালির প্রিয় গোয়েন্দা ফেলুদা। পরিচালনা করছেন সৃজিত মুখোপাধ্যায়। জাতীয় পুরস্কার প্রাপ্ত সত্যজিৎ রায়ের জনপ্রিয় দুটি লেখা ‘ছিন্নমস্তার অভিশাপ’ ও ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ গল্প নিয়ে আসতে চলেছে “ফেলুদা ফেরত”। এই সিরিজটির ১২ টি পর্ব মুক্তি পাবে ওটিটি প্লার্টফর্ম আড্ডা টাইমস্-এ। ফেলুদা ফেরত এর মুক্তির দিন ঠিক না বললেও ট্রেলার মুক্তি পেতে চলেছে ১৬ নভেম্বর।
ফেলুদা ফেরতের মুক্তি পাওয়া নিয়ে কয়েক মাস ধরেই কথাবার্তা চলছিল। ফেলুদা ফেরত সিরিজ ১২ টি পর্বে তৈরি থাকলেও কবে তা ওটিটি প্লার্টফর্মে মুক্তি পাচ্ছে তা নিয়ে নিশ্চিত কিছু জানেন না সৃজিত মুখোপাধ্যায়।
সৃজিত মুখার্জীর ফেলুদা ফেরত এ অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী থাকছেন ফেলুদা চরিত্রে, নবাগত কল্পন মিত্র থাকছেন তোপসে চরিত্রে, এবং জটায়ুর চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী যিনি একেন বাবু নামেই পরিচিত।
মে মাসে সত্যজিৎ রায়ের ১০০ তম জন্মবার্ষিকী তে সৃজিত মুখার্জী উপহার দিয়েছিলেন ফেলুদা ফেরত এর টাইটেল ট্র্যাক। ছবিটির মেল বন্ধন আরো দৃঢ় হয়েছে জয় সরকারের কম্পোজিশনে এবং অনুপম রায়, রূপঙ্কর বাগচী ও রুপম ইসলামের গানে। গান গুলি ইতিমধ্যেই সুপারহিট। এবার দর্শকের চোখ সিরিজের দিকে। দর্শক অধীর আগ্রহে অপেক্ষায় আছে ফেলুদা ফেরত এর মুক্তি পাওয়া নিয়ে।
ফিরে আসছে ফেলুদা সৃজিত মুখার্জীর হাত ধরে ওটিটি প্লাটফর্মে…
- Advertisment -