এই নিয়ে পঞ্চম বার জন্ম নিল কন্যা সন্তান। আগামী সন্তান কন্যা নাকি পুত্র তা জানতে স্ত্রীর পেট কেটে দেখলেন স্বামী। উত্তরপ্রদেশে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছেন পুলিশ। মহিলাটিকে গুরুতর অবস্থায় হসপিটালে ভর্তি করা হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী ওই মহিলা পূর্বে ৫ টি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। অভিযুক্তর নাম পান্নালাল, বয়স ৩৫। প্রতিবেশী সূত্রে জানা যায় পান্নালাল বরাবরই পূত্র সন্তান চাইতেন। কিন্তু ৫ বার কন্যা সন্তান হওয়ায় ষষ্ঠবার সন্তানের লিঙ্গ জানতেই তার এরূপ পদক্ষেপ বলে অনুমান করছেন এলাকবাসী।
হঠাৎ করে মহিলার চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা হাজির হলে তারা দেখে রক্তাক্ত অবস্থায় ওই মহিলা মেঝেতে পরে আছেন। তারা সঙ্গে সঙ্গে ওই মহিলাকে উদ্ধার করে, গুরুতর অবস্থায় হসপিটালে নিয়ে যায়। ওই মহিলা ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
প্রতিবেশীরা আরো জানান এরকম ঘটনা প্রথম হলেও পান্নালাল প্রতি নিয়ত ওই মহিলার ওপর অত্যাচার চালাতো।
বারবার জন্মাচ্ছে মেয়ে, ছেলে হবে কিনা জানতে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেট কেটে দেখলো স্বামী
- Advertisment -