গ্রেফতার করা হল রিয়া চক্রবর্তীকে
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় টানা তিনদিন জিজ্ঞাসাবাদের পর মাদক যোগে রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। জানা যাচ্ছে আজ বিকেলে রিয়া চক্রবর্তীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে ।
গত রবিবার থেকে জেরা চলছিল রিয়া চক্রবর্তীকে।
রবিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর ফের সোমবার ও মঙ্গলবার জেরা করা হয় তাকে।
গত শুক্রবার রিয়া চক্রবর্তীর বাড়ি যায় এনসিবি , বাজেয়াপ্ত করা হয় শৌভিকের ল্যাপটপ, সন্ধ্যায় এনসিবি গ্রেফতার করে রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীকে, সেদিন দীর্ঘ জেরার পর সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকেও গ্রেফতার করে এনসিবি।