কিছুদিন আগেই ঘোষণা হয়ে গেলো প্রতীশ ঘোষ পরিচালিত পূর্ণ দৈর্ঘ্যের ছবি ‘অ্যানিমিজম‘-এর। এর আগে পরিচালক প্রতীশ ঘোষের আন্তর্জাতিক ছোট ছবি উৎসব ২০১৯ এ নিজের শর্ট ফিল্ম এর জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছিলেন।
এবার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হয়ে গেলো তার পরবর্তী ছবি ‘অ্যানিমিজম‘। ‘অ্যানিমিজম‘ ছবিটিতে পশু ও মানুষের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেই সম্পর্ককেই দর্শকের সামনে তুলে ধরতে চলেছেন পরিচালক প্রতীশ ঘোষ। পশুপ্রেম যে কতটা তীব্র হতে পারে তা দেখানো হবে এই ছবির মাধ্যমে।
এই ছবিতে অভিনয় করতে চলেছেন এক ঝাঁক নতুন অভিনেতা অভিনেত্রীরা। এছাড়াও মূখ্য শিশু শিল্পী প্রানাংশা ঘোষ মুখ্য চরিত্র বড় বেলা, চন্দ্রচুর ও পায়েল থাকছে। এই ছবিতে নেম আক্যাডেমি থেকে সোহাগ সেনের ছাত্র-ছাত্রীদের এই ছবির জন্য কাস্ট করা হয়েছে। সোহাগ সেনের সান্নিধ্যেই তৈরী হয়েছে এই নতুন প্রতিভার।
এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছিলেন অভিনেতা ভাস্কর ব্যানার্জী, রানা মিত্র, রাহুল বর্মন, ইন্দ্র, অরিজিৎ দে সহ আরো অনেক প্রখ্যাত ব্যাক্তিত্ব। তাদের উপস্থিতিতেই ঘোষণা হয় এই ছবির।
ছবির বিষয়ে বলতে গিয়ে পরিচালক প্রতীশ ঘোষ জানান, “এক ঝাঁক নতুন মুখ নিয়ে এই ছবির কাজ শুরু করতে চলেছি আমি। যেহেতু অভিনেতা-অভিনেত্রীরা প্রায় সকলেই নতুন, তাই প্রযোজক জোগাড় করতে অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল প্রথম দিকে। আর করোনা অতিমারীর জন্য বিগত ২ বছর ধরে আটকে ছিল ছবির কাজ। এই ছবির মধ্যে দিয়ে বাংলা ছবির জগৎ একাধিক নতুন প্রতিভা দের পাবে সে বিষয়ে আমি নিশ্চিত। মানুষ ও পশুদের মধ্যে পারস্পারিক সম্পর্কের কথা বলবে এই ছবি। ছবির গল্প সাসপেন্স থ্রিলার এর মধ্যে দিয়ে সীমাহীন পশুপ্রেমের বিষয়টা তুলে ধরতে চলেছি আমরা যা দর্শককে অনুপ্রাণিত করবে। খুব তাড়াতাড়ি শুরু হবে ছবির কাজ। আমি আশাবাদী এই ছবি সকলের খুব ভালো লাগবে।”