ধর্ষনের মামলায় অভিযুক্ত ব্যবসায়ী, কাজ করেছেন আরও ছয় মহিলার সঙ্গে কিশোরীকে ধর্ষন ও ব্ল্যাকমেলের অভিযোগে গ্রেপ্তার করা হল সাতরা জেলার ব্যবসায়ীকে। দু বছর ধরে ওই ব্যক্তির হাতে ধর্ষনের শিকার হওয়ার কথা জানিয়েছে বয়স ষোলোর ওই কিশোরী। এ বিষয়ে যাতে মুখ না খোলে তার জন্যও হুমকি দিত ভয় দেখাত অভিযুক্ত।
একই সঙ্গে আরও ছয়জন মহিলার ধর্ষনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত শুক্রবার ১১ তারিখ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই কিশোরী। সে জানায় সমীর নামে পরিচিত ব্যক্তি ওরফে আতিক কে রবিবার গ্রেপ্তার করেছে পুলিশ। সমীরের খোঁজে তার বাড়ি ছাড়াও জিম ও সাইবার ক্যাফে তল্লাশি চালিয়েছে পুলিশ। ইতিমধ্যে সে পুলিশের হেফাজতে আছে। পুলিশ সুপার সুপার রিয়াজ ইকবাল জানিয়েছেন, ” মহিলাদের ধর্মান্তরিত করে বিয়ে করত পরে ডিভোর্স করে দিত।
বিভিন্ন মহিলাদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত সে। এর আগে মহিলারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেও তারা এফআইআর নিতে চাননি।” তল্লাশির সময় অভিযুক্ত বাড়ি সাতনা ও রেওনা থেকে এলাকার সাংসদ ও বিধায়কদের নামে ভুয়ো লেটারহেড উদ্ধার করত সে। ট্রেনের বুকিং এর সময় ওই ভুয়ো লেটারহেডকেই কাজে লাগাত সে।