বাঙালীরা বরাবরই সঙ্গীতপ্রেমী। তার ওপর বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগ জনক। কিন্তু এর মধ্যেও সাধারণ মানুষদের মনোরঞ্জন করে চলেছেন শিল্পীরা তাদের শৈল্পিক সত্ত্বার মাধ্যেমে।
এরই মধ্যে ২১ শে মে মিউজিক অন “Zee Music Company” এর প্রোডাকশনে মুক্তি পেলো তৃষা ও রাজ বর্মনের নতুন গান “ওরে পিয়া”। গানটির মধ্যে দিয়ে প্রেমের বার্তা প্রকাশ পেয়েছে। গানটি নিয়ে তৃষা ও রাজ দুজনেই ভীষণ আশাবাদী।
গানটি নিয়ে তৃষাকে জিজ্ঞাসা করলে তৃষা জানান “গানটি করে আমার ভীষণ ভালো লেগেছে। আর সত্যি এই বর্তমান পরিস্তিতি খুবই খারাপ, তাই সাধারণ মানুষকে বলবো বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, মানবিক হন, খুব দরকার ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না, সাথে বাংলা গান শুনুন।
Concept, Choreography & Direction: Sanchari Guha | Production House: SG Production | DOP: James Suraj Barwa | Drone: Devdip | VFX: Suman Ghosh | Edit: AJ Production | Make-up: Pritam Das | Costume: Soumya Nandy & Tamasree Roy | Hair: Tapas Paul | Recording Studio: Studio Violina | Recordist: Tarun Das | Location: North Bengal