বিজেপির পরিষেবা কেন্দ্রকে ঘিরে চাঞ্চল্য চুঁচুড়ার পিপুলপাতি মোড় এলাকায়, এই পরিষেবা কেন্দ্রকে ঘিরে সৃষ্টি হয় ঝামেলা কারণ এই পরিষেবা কেন্দ্রের কারনেই দোকান খুলতে পারছে না এক মহিলা।
অভিযোগ প্রায় বছর দেড়েক ধরে একটি দোকানের সামনে জায়গা দখল করে খোলা হয়েছে বিজেপির পরিষেবা কেন্দ্র।
এক মহিলা দোকান খুলতে গেলে ওই মহিলাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে।
চুঁচুড়ার পিপুলপাতি মোড় এলাকায় লোকসভা ভোটের ঠিক পর পর একটি স্টেশনারি দোকানের সামনে পরিষেবা কেন্দ্র খোলে বিজেপি। শুক্রবার সকালে ওই মহিলা দোকান খুলতে গেলে দোকানের মালিকের কাছ থেকে চাবি নিয়ে নেওয়া হয় এবং বিজেপি কর্মীরা ধাক্কা মেরে ফেলে দেন দোকান খুলতে আসা মহিলা ব্যবসায়ীকে।
যদিও বিজেপি কর্মীরা জানান অনুমতি ছাড়া নয়, দোকান মালিকের অনুমতি পাওয়ার পরেই খোলা হয়েছে পরিষেবা কেন্দ্র । অভিযোগের ভিত্তিতে ওই জায়গা বেআইনিভাবে দখল করা না অনুমতি নিয়ে খোলা তদন্ত করছে পুলিশ।
চুঁচুড়ায় মহিলাকে ধাক্কা দেওয়ার অভিযোগে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ…
- Advertisment -