বিরিয়ানি নাম শুনলেই আসে জ্বিভে জল। আর্সেলান আমেনিয়া হোক কিংবা দাদা বৌদি বিরিয়ানি খেতে ভালোবাসেন না এমন মানুষ মেলা ভার। তাবলে দিব্বি টিব্বির ব্যাপারে মা কালী বা অন্যান্য ঠাকুর দেবতা কে ছাপিয়ে বিরিয়ানির দিব্যি খাওয়ার বেপারটা কিন্তু বেশ গোলমেলে।
যাইহোক রসিকতা ছেড়ে আসল কথাটা বলি এবার। আসতে চলেছে পৃথ্বীশ দাসগুপ্তের নতুন ছবি যার নাম বিরিয়ানীর দিব্যি. ছবিটিতে থাকবে ঠিক বিরিয়ানির মতই সুন্দর রোমান্টিক লাভ স্টোরী যার গল্প লিখেছেন সন্দীপ দাস। কিন্তু ছবিটির নাম যে কেন বিরিয়ানির দিব্যি হলো তার বেপারে জিজ্ঞাসা করলে পরিচালক বলেন যে পুরো বেপারটাই ক্রমশ প্রকাশ পাবে। এই ছবিতে আরো থাকছে তিতলি ও রাজদীপ এর কন্ঠে একটি মিষ্টি প্রেমের গান।
এই ছবিতে আমরা অভিনয় করতে দেখতে পাবো তনয় বোস, শ্রেয়া দত্ত এবং জয়জিৎ কুন্ডু কে। সম্পূর্ণ ছবিটিকে যিনি ফ্রেম বন্দি করতে চলেছেন তিনি হলেন সাগ্নিক দাস। এই ছবিতে মিউজিক দিচ্ছেন রাজদীপ দাসগুপ্ত।
দিব্বি! তাও আবার বিরিয়ানির.. ভাবা যায় কান্ডকারখানা ?
- Advertisment -