বিরুষ্কার জীবনে আসতে চলেছে নতুন সদস্য
বৃহস্পতিবার সকালে এক খুশির কথা জানালেন বিরাট কোহলি, জানালেন তারা হতে চলেছে তিন, ইনস্টাগ্রামে অনুষ্কা শর্মা বেবি বাম্প এর ছবি পোস্ট করেছেন বিরাট কোহলির সঙ্গে।
বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার জীবিনে আসতে চলেছে নতুন সদস্য, ২০২১ সালের জানুয়ারি মাসেই সে আসবে, ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে খুশির খবর জানালেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা।
তাদের শুভেচ্ছা জানিয়েছেন কাছের মানুষ, পরিজন থেকে সহকর্মী ও তাদের ভক্তরা৷
২০১৭ সালে বিয়ে হয় বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার, অভিনেত্রী এবং ক্রিকেটর এর প্রেম বিয়ে সবটাই ছিল রুপকথার মতো। এই সেলিব্রিটি কাপল কবে খুশির খবর শোনাবে তা নিয়ে অপেক্ষায় ছিল তাদের ভক্তরা।
এর আগে বহুবার গুজব শোনা যায় যে অনুষ্কা শর্মা মা হতে চলেছেন, নকল ছবিও ভাইরাল হয় কিন্তু এবার সত্যি সত্যি তাদের জীবনে আসছে সন্তান এবং এই খুশির খবর তারা নিজেরাই জানালেন সকলকে।