Home খেলা বিরুষ্কার জীবনে আসতে চলেছে নতুন সদস্যI খুশির খবর জানালেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক..

বিরুষ্কার জীবনে আসতে চলেছে নতুন সদস্যI খুশির খবর জানালেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক..

বিরুষ্কার জীবনে আসতে চলেছে নতুন সদস্য

বৃহস্পতিবার সকালে এক খুশির কথা জানালেন বিরাট কোহলি, জানালেন তারা হতে চলেছে তিন, ইনস্টাগ্রামে অনুষ্কা শর্মা বেবি বাম্প এর ছবি পোস্ট করেছেন বিরাট কোহলির সঙ্গে।
বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার জীবিনে আসতে চলেছে নতুন সদস্য, ২০২১ সালের জানুয়ারি মাসেই সে আসবে, ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে খুশির খবর জানালেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা।


তাদের শুভেচ্ছা জানিয়েছেন কাছের মানুষ, পরিজন থেকে সহকর্মী ও তাদের ভক্তরা৷
২০১৭ সালে বিয়ে হয় বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার, অভিনেত্রী এবং ক্রিকেটর এর প্রেম বিয়ে সবটাই ছিল রুপকথার মতো। এই সেলিব্রিটি কাপল কবে খুশির খবর শোনাবে তা নিয়ে অপেক্ষায় ছিল তাদের ভক্তরা।
এর আগে বহুবার গুজব শোনা যায় যে অনুষ্কা শর্মা মা হতে চলেছেন, নকল ছবিও ভাইরাল হয় কিন্তু এবার সত্যি সত্যি তাদের জীবনে আসছে সন্তান এবং এই খুশির খবর তারা নিজেরাই জানালেন সকলকে।

- Advertisment -

জনপ্রিয়

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড”…

নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখা তারকাদের নিয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড" অনুষ্ঠান। সম্প্রতি ময়ূরপঙ্খী ফাউন্ডেশন এর আয়োজনে লিজান প্রেসেন্ট “ময়ূরপঙ্খী স্টার...

এবার ‘একান্নবর্তী’ পরিবারের গল্প নিয়ে আসছে পরিচালক মৈনাক ভৌমিক….

SVF প্রযোজনায় এবং মৈনাক ভৌমিকের পরিচালনায় আসতে চলেছে 'একান্নবর্তী' ৫১ নয়, এক অন্ন নাম শুনেই বোঝা যাচ্ছে এটি একটি পারিবারিক গল্প। এর আগে মৈনাক ভৌমিকের...

‘যকের ধন’, ‘অলিনগরের গোলকধাঁধা’ ‘ব্যোমকেশ’-র পর সায়ন্তন ঘোষালের নতুন থ্রিলার সিরিজ “ইন্দু”

বর্তমানে বাংলা ছবির জগতে থ্রিলারের রমরমা বেশ কিছু বছর ধরেই চলছে। আর যিনি এই থ্রিলার ছবির ধারাকে বজায় রেখেছেন তিনি পরিচালক সায়ন্তন ঘোষাল। এর...

শীঘ্রই আসতে চলেছে কৌন ভাটিয়ার এটিই প্রথম ছবি ‘নাপাক’….

পরিচালক কৌন ভাটিয়ার প্রথম ছবি ‘নাপাক’ নিয়ে আসছে যুদ্ধ থেকে ফেরার গল্প। সম্প্রতি মুক্তি পেয়েছে 'নাপাক' এর অফিশিয়াল পোস্টার। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে...