গতকাল প্রসেনজিৎ মল্লিকের নতুন গান ‘কত প্রশ্ন’ প্রকাশ পেল ইউটিউব চ্যানেলে।
আমাদের জীবনে এমন কত প্রশ্ন থাকে যার উত্তর পাওয়া যায় না, যার উত্তর খোঁজা জরুরী, তবু তা খোঁজা হয়না,
বরং সেই প্রশ্নের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো হারিয়ে যায় সেই উত্তর অজানা প্রশ্নের সাথেই।
‘কত প্রশ্ন’ নামের মধ্যেই বোঝা যাচ্ছে এই গান প্রতিবাদের।
প্রতিবাদ সেই সমাজের প্রতি, যে সমাজের কারণে অনেক মানুষ হারিয়ে যায় অতল গভীরে, জীবন শেষ করে দেওয়ার পথ বেছে নেয়, আত্মহত্যার মাধ্যমে শেষ করে দেয় জীবনের বোঝাপড়া।
গানটি গাওয়ার পাশাপাশি এই গানের কথা ও সুরও
প্রসেনজিৎ এর।
সমাজের কিছু মানুষের জন্য নিজেদের জীবন শেষ না করে, বরং লড়াই করার পথ যাতে মানুষ খুঁজে নেয়। অবহেলিত বিস্বাদগ্রস্থ মানুষদের সাহস জোগানোর চেষ্টাতেই লেখা এই গান, জীবন যন্ত্রণায় মাথা তুলে দাড়িয়ে প্রতিবাদের গর্জন যাতে বন্ধ না হয় সমাজের কিছু কালো মাথাদের বিরুদ্ধে, সেই উদ্দেশ্যেই লেখা এই গান, একথা জানিয়েছেন প্রসেনজিৎ মল্লিক।
পরিচালক সিদ্ধার্থ চক্রবর্তীর এই প্রোজেক্টে
সিনেমাটোগ্রাফার সৌম্য ব্রত মুখার্জি , এছাড়াও অভিনয়ে আছে প্রসেনজিৎ, তনয়, অঙ্কিত, রহিত, জয়ন্ত, অনুপ, সৌভিক, কিংশুক, রণজিৎ, লক্ষ্মণ, কমল, বিপ্লব, সমীরণ, প্রিয়ম।
কৃপা স্টুডিওতে মিতালি মল্লিকের প্রযোজনায় এই গানটির সাউন্ড ডিজাইনার হিসাবে কাজ করেছেন পুরব চক্রবর্তী।
ইউটিউবে মুক্তি পেল প্রসেনজিৎ মল্লিকের নতুন গান ‘কত প্রশ্ন’
- Advertisment -