Home সেলিব্রিটি আজ প্রসেনজিৎ চট্টোপধ্যায় এর জণ্মদিনে জেনে নিন তার তৃতীয় বৌ এর নাম

আজ প্রসেনজিৎ চট্টোপধ্যায় এর জণ্মদিনে জেনে নিন তার তৃতীয় বৌ এর নাম

প্রসেনজিৎ চট্টোপধ্যায় বাংলার তথা সমগ্র ভারতের এক পরিচিত মুখ। তার অভিনয় শুরু থেকেই সকলকে মুগ্ধ করে আসছে। তার বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় একজন প্রখ্যাত অভিনেতা ছিলেন। প্রসেনজিৎ এর জণ্ম হয়েছিলো ৩০ সেপ্টেম্বর ১৯৬২ সালে। এখন পর্যন্ত তিনি বহু হিন্দি ও বাংলা চলচিত্রে অভিনয় করেছেন এবং বিভিন্ন পুরস্কারও পেয়েছেন অভিনয়ের জন্য। আমাদের সকলের প্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইন্ডাস্ট্রিতে বুম্বা দা হিসেবেও পরিচিত।
বুম্বা দার দুটি বিয়ের কথা সবাই জানে। প্রথমটি হলো জনপ্রিয় অভিনেত্রি দেবশ্রী রায়, যার সাথে ১৯৯২ সাল থেকে ১৯৯৫ পর্যন্ত সংসার করেন,
এবং দ্বিতীয় অর্পিতা পাল, এনার সাথে ২০০২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

কিন্তু এই দুটি বিয়ের মাঝেও তিনি আরও একটি বিয়ে করেছিলেন, যে বেপারে আমরা অনেকেই জানিনা। বুম্বা দার জীবনে সেই মহিলাই তার দ্বিতীয় স্ত্রী। তিনি হলেন অভিনেত্রি অপর্ণা গুহ ঠাকুরতা।

- Advertisment -

জনপ্রিয়

কথায় আছে, প্রেমের কোনও বয়স নেই। সীমানা নেই

কোনও কিছুই বাধ মানে প্রেমের সামনে। যে কোনও বয়সেই আসতে পারে প্রেম। আর তেমনই এক ছবি উঠে এল উত্তরপ্রদেশের আগরা শহর থেকে।প্রেমিকের বয়স ৮০।...

শাহরুখ খানের নাইট রাইডার্স UAE T20 লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজি অধিগ্রহণ করেছে

কলকাতার আইপিএল ফ্র্যাঞ্চাইজি, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আরব আমিরাত টি-টোয়েন্টি লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজির মালিকানা ও পরিচালনার অধিকার অর্জন করেছে। (adsbygoogle...

দার্জিলিং বেড়াতে যাবেন ভাবছেন ? তাহলে অবশ্যই পড়ুন. জুলাই পর্যন্ত বুক সকল হোটেল

"চলো যাই দার্জিলিং "গত তিন দিন ধরে দার্জিলিং এর পর্যটকের সাথে যুক্ত ব্যাবসায়ীরা এই sloganতুলছেন।আর এতেই কেল্লা ফতে।পর্যটকদের ঢল নেমে গেছে পাহাড়গুলিতে।আগামী জুলাই মাস...

মুক্তি পেলো হুলো মেনি ২ এর ট্রেলার, থাকছে নতুন অনেক চমক

সম্প্রতি ১০ ই মে মুক্তি পেলো দেবাঙ্গ পাল পরিচালিত ছবি হুলো মেনি ২ এর ট্রেলার। হুলো মেনি দর্শক মহলে চরম সাফল্য পেয়েছিলো, তার পর...