Home সেলিব্রিটি আজ প্রসেনজিৎ চট্টোপধ্যায় এর জণ্মদিনে জেনে নিন তার তৃতীয় বৌ এর নাম

আজ প্রসেনজিৎ চট্টোপধ্যায় এর জণ্মদিনে জেনে নিন তার তৃতীয় বৌ এর নাম

প্রসেনজিৎ চট্টোপধ্যায় বাংলার তথা সমগ্র ভারতের এক পরিচিত মুখ। তার অভিনয় শুরু থেকেই সকলকে মুগ্ধ করে আসছে। তার বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় একজন প্রখ্যাত অভিনেতা ছিলেন। প্রসেনজিৎ এর জণ্ম হয়েছিলো ৩০ সেপ্টেম্বর ১৯৬২ সালে। এখন পর্যন্ত তিনি বহু হিন্দি ও বাংলা চলচিত্রে অভিনয় করেছেন এবং বিভিন্ন পুরস্কারও পেয়েছেন অভিনয়ের জন্য। আমাদের সকলের প্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইন্ডাস্ট্রিতে বুম্বা দা হিসেবেও পরিচিত।
বুম্বা দার দুটি বিয়ের কথা সবাই জানে। প্রথমটি হলো জনপ্রিয় অভিনেত্রি দেবশ্রী রায়, যার সাথে ১৯৯২ সাল থেকে ১৯৯৫ পর্যন্ত সংসার করেন,
এবং দ্বিতীয় অর্পিতা পাল, এনার সাথে ২০০২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

কিন্তু এই দুটি বিয়ের মাঝেও তিনি আরও একটি বিয়ে করেছিলেন, যে বেপারে আমরা অনেকেই জানিনা। বুম্বা দার জীবনে সেই মহিলাই তার দ্বিতীয় স্ত্রী। তিনি হলেন অভিনেত্রি অপর্ণা গুহ ঠাকুরতা।

- Advertisment -

জনপ্রিয়

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড”…

নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখা তারকাদের নিয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড" অনুষ্ঠান। সম্প্রতি ময়ূরপঙ্খী ফাউন্ডেশন এর আয়োজনে লিজান প্রেসেন্ট “ময়ূরপঙ্খী স্টার...

এবার ‘একান্নবর্তী’ পরিবারের গল্প নিয়ে আসছে পরিচালক মৈনাক ভৌমিক….

SVF প্রযোজনায় এবং মৈনাক ভৌমিকের পরিচালনায় আসতে চলেছে 'একান্নবর্তী' ৫১ নয়, এক অন্ন নাম শুনেই বোঝা যাচ্ছে এটি একটি পারিবারিক গল্প। এর আগে মৈনাক ভৌমিকের...

‘যকের ধন’, ‘অলিনগরের গোলকধাঁধা’ ‘ব্যোমকেশ’-র পর সায়ন্তন ঘোষালের নতুন থ্রিলার সিরিজ “ইন্দু”

বর্তমানে বাংলা ছবির জগতে থ্রিলারের রমরমা বেশ কিছু বছর ধরেই চলছে। আর যিনি এই থ্রিলার ছবির ধারাকে বজায় রেখেছেন তিনি পরিচালক সায়ন্তন ঘোষাল। এর...

শীঘ্রই আসতে চলেছে কৌন ভাটিয়ার এটিই প্রথম ছবি ‘নাপাক’….

পরিচালক কৌন ভাটিয়ার প্রথম ছবি ‘নাপাক’ নিয়ে আসছে যুদ্ধ থেকে ফেরার গল্প। সম্প্রতি মুক্তি পেয়েছে 'নাপাক' এর অফিশিয়াল পোস্টার। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে...