KSS এর প্রযোজনায় আসতে চলেছে নতুন মিউজিক ভিডিও. এই ভিডিওর সুরকার ও গীতিকার “অদিতি বোস“. এই মিউজিক অ্যালবামের ব্যাপারে অদিতি কে জিজ্ঞাসা করলে তিনি জানান “গানটি নিয়ে আমি খুবই এক্সসাইটেড. অনেক ধন্যবাদ জানাই KSS কে. সাথে আমাদের পুরো টিমকে, এবং স্পেশালি অর্ণবকে কারণ এই ভিডিওগ্রাফির ভাবনাটা অর্ণবের. সবাই খুব ভালো করেছে, আশা দর্শকেরও ভালো লাগবে”
গানের কাহিনীর মধ্যে যেমন রয়েছে প্রেমের ছোঁয়া, তেমনই রয়েছে বিষাদের সুর. ইতি মধ্যে কলকাতার বুকে নাম করা পাঁচ তারা হোটেল Westin এ এই মিউজিক অ্যালবামের শ্যুটিং হয়েছে.
এই মিউজিক অ্যালবামে অভিনয় করতে দেখা যাবে প্রান্তিক এবং প্রিয়াঙ্কা ভট্টাচায্য বাবলি .
এই মিউজিক ভিডিও টির পরিচালনার দায়িত্বে রয়েছে বাবিন দাস. চিত্র গ্রাহকের দায়িত্বে রয়েছেন অর্ণব গুহ, গানের অ্যারেঞ্জমেন্ট এর দায়িত্বে রয়েছে আকাশদ্বীপ, অর্ণব গুহকে আসিস্ট করেছেন সম্রাট এবং প্রীতম.