কোভিড আক্রান্ত অন্তঃসত্বা মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা, কাঠগড়ায় প্রতিবেশী
কোভিড আক্রান্ত ব্যক্তিকে মারধরের চেষ্টা, আক্রান্ত অন্তঃসত্বা মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। এরকমই এক মর্মান্তিক ঘটনার শিকার হল পাটুলি সংলগ্ন কেন্দুয়া মেন রোড।
“যুদ্ধ রোগের সঙ্গ, রোগীর সঙ্গে নয়।” কিন্তু কে শোনে? করোনা যোদ্ধাদের মারধরের চেষ্টা অবশ্য নতুন কিছু নয়। কিন্তু এবার জনরোষের শিকার হল করোনা আক্রান্ত নিজেই। সুত্রে খবর, পাটুলি সংলগ্ন কেন্দুয়া মেন রোডের এক আবাসনের IT বিভাগের এক আধিকারিকের কোভিড পজিটিভ ধরা পড়ে।
কিন্তু প্রতিবেশীদের অভিযোগ, কোভিড পজিটিভ ধরা পড়লেও তারা কোন বিধিনিষেধ মানেননি। যথারীতি বাচ্চাদের নিয়ে প্লে গ্রাউন্ডে এসেছিলেন, ছাদেও ঘুরেছেন এমনকি গোটা আবাসনেও ঘুরে বেড়িয়েছেন।
অন্যদিকে আক্রান্তের পরিবারের অভিযোগ, তাদের সঙ্গে অমানবিক ব্যবহার করা হয় প্রতিবেশীদের পক্ষ থেকে। তারা যথাসম্ভব নিজেদের আইসোলেশনে রাখেন। কিন্তু পরের দিন সকালেই এক প্রতিবেশী পরিবারটির উপর চড়াও হয়। আক্রান্তকে জুতোপেটা করা হয় এবং আক্রান্তের অন্তঃসত্বা স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলার চেষ্টা করা হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, এই ঘটনার পর বিধিনিষেধ লঙ্ঘন করে আক্রান্তের স্ত্রী পর পাটুলি থানাতেও যান ও অভিযোগ দায়ের করেন। পুরো ঘটনা জানার পর অবিলম্বে মহিলাটিকে বাড়া পাঠানো হয় এবং থানা চত্বর স্যানিটাইজ করার ব্যবস্থা করা হয়।