Home বিনোদন বলিউডে আসছে নতুন জুটি... প্রভাস ও দীপিকা পাড়ুকোনের জুটির বিগ বাজেটের সিনেমা....

বলিউডে আসছে নতুন জুটি… প্রভাস ও দীপিকা পাড়ুকোনের জুটির বিগ বাজেটের সিনেমা….

বলিউডে আসছে দীপিকা- প্রভাস জুটির বিগ বাজেট সিনেমা

বাহুবলী প্রভাস এবং বলিউডের পিকু, অন্যতম জনপ্রিয় এই দুই তারকাকে একসাথে দেখার অপেক্ষায় ছিলেন অনেকেই, আর এই অপেক্ষার অবসান হতে চলেছে খুব শীঘ্রই

দক্ষিণী ছবির প্রযোজক সংস্থা বৈজয়ন্তী মুভিজ দীপিকা পাড়ুকোন ও প্রভাসকে নিয়ে ৪০০ কোটি বাজেটের নতুন ছবির ঘোষণা করল।

ছবিটির নাম কি হবে তা এখনো জানানো না হলেও
নাগ অশ্বিন যিনি ‘মহন্তি’, ‘ইয়েভাডে সুব্রহ্মণ্যম’-এর বিখ্যাত ছবির পরিচালক তার পরিচালনায় এই ছবিটি হবে।
রবিবার বৈজয়ন্তী প্রোডাকশনসের তরফে ইউটিউবে ২৭ সেকেন্ডের একটি ভিডিয়োর মাধ্যমে জানানো হয় দীপিকা ও প্রভাসকে নিয়ে ছবির কথা।

টাইম ট্রাভেলের বিষয়বস্তু নিয়ে হবে এই সিনেমা, যার শুটিং হবে সমগ্র ইউরোপ জুড়ে। লোকেশন বাছাও প্রায় শেষপর্যায়।

এই দুই তারকার একটি ছবিকে কেন্দ্র করে অনেকেই এমনটা অনুমান করেছিল।
তবে দীপিকা বা প্রভাস কেউ ই আগে এই নিয়ে কোনো মন্তব্য করেননি।

এই ছবি নিয়ে সিনেমাপ্রেমীরা যেমন খুশি তেমনই
খুশি দীপিকা এবং প্রভাস। দীপিকা পাড়ুকোন ইনস্টাগ্রামে একটি পোস্টে জানিয়েছেন এই ছবিতে কাজ করার সুযোগ পাওয়ায় তিনি আনন্দিত। অপরদিকে মাস্তানীর সঙ্গে কাজের সুযোগে উচ্ছ্বসিত নায়ক প্রভাসও। লকডাউনের বোরিং জীবনে এই খবর সিনেমা জগতে এক বিশাল খবর, এই ছবির মুক্তির অপেক্ষায় দীপিকা,প্রভাসের ভক্তরা।

- Advertisment -

জনপ্রিয়

কথায় আছে, প্রেমের কোনও বয়স নেই। সীমানা নেই

কোনও কিছুই বাধ মানে প্রেমের সামনে। যে কোনও বয়সেই আসতে পারে প্রেম। আর তেমনই এক ছবি উঠে এল উত্তরপ্রদেশের আগরা শহর থেকে।প্রেমিকের বয়স ৮০।...

শাহরুখ খানের নাইট রাইডার্স UAE T20 লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজি অধিগ্রহণ করেছে

কলকাতার আইপিএল ফ্র্যাঞ্চাইজি, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আরব আমিরাত টি-টোয়েন্টি লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজির মালিকানা ও পরিচালনার অধিকার অর্জন করেছে। (adsbygoogle...

দার্জিলিং বেড়াতে যাবেন ভাবছেন ? তাহলে অবশ্যই পড়ুন. জুলাই পর্যন্ত বুক সকল হোটেল

"চলো যাই দার্জিলিং "গত তিন দিন ধরে দার্জিলিং এর পর্যটকের সাথে যুক্ত ব্যাবসায়ীরা এই sloganতুলছেন।আর এতেই কেল্লা ফতে।পর্যটকদের ঢল নেমে গেছে পাহাড়গুলিতে।আগামী জুলাই মাস...

মুক্তি পেলো হুলো মেনি ২ এর ট্রেলার, থাকছে নতুন অনেক চমক

সম্প্রতি ১০ ই মে মুক্তি পেলো দেবাঙ্গ পাল পরিচালিত ছবি হুলো মেনি ২ এর ট্রেলার। হুলো মেনি দর্শক মহলে চরম সাফল্য পেয়েছিলো, তার পর...