Home বিনোদন বলিউডে আসছে নতুন জুটি... প্রভাস ও দীপিকা পাড়ুকোনের জুটির বিগ বাজেটের সিনেমা....

বলিউডে আসছে নতুন জুটি… প্রভাস ও দীপিকা পাড়ুকোনের জুটির বিগ বাজেটের সিনেমা….

বলিউডে আসছে দীপিকা- প্রভাস জুটির বিগ বাজেট সিনেমা

বাহুবলী প্রভাস এবং বলিউডের পিকু, অন্যতম জনপ্রিয় এই দুই তারকাকে একসাথে দেখার অপেক্ষায় ছিলেন অনেকেই, আর এই অপেক্ষার অবসান হতে চলেছে খুব শীঘ্রই

দক্ষিণী ছবির প্রযোজক সংস্থা বৈজয়ন্তী মুভিজ দীপিকা পাড়ুকোন ও প্রভাসকে নিয়ে ৪০০ কোটি বাজেটের নতুন ছবির ঘোষণা করল।

ছবিটির নাম কি হবে তা এখনো জানানো না হলেও
নাগ অশ্বিন যিনি ‘মহন্তি’, ‘ইয়েভাডে সুব্রহ্মণ্যম’-এর বিখ্যাত ছবির পরিচালক তার পরিচালনায় এই ছবিটি হবে।
রবিবার বৈজয়ন্তী প্রোডাকশনসের তরফে ইউটিউবে ২৭ সেকেন্ডের একটি ভিডিয়োর মাধ্যমে জানানো হয় দীপিকা ও প্রভাসকে নিয়ে ছবির কথা।

টাইম ট্রাভেলের বিষয়বস্তু নিয়ে হবে এই সিনেমা, যার শুটিং হবে সমগ্র ইউরোপ জুড়ে। লোকেশন বাছাও প্রায় শেষপর্যায়।

এই দুই তারকার একটি ছবিকে কেন্দ্র করে অনেকেই এমনটা অনুমান করেছিল।
তবে দীপিকা বা প্রভাস কেউ ই আগে এই নিয়ে কোনো মন্তব্য করেননি।

এই ছবি নিয়ে সিনেমাপ্রেমীরা যেমন খুশি তেমনই
খুশি দীপিকা এবং প্রভাস। দীপিকা পাড়ুকোন ইনস্টাগ্রামে একটি পোস্টে জানিয়েছেন এই ছবিতে কাজ করার সুযোগ পাওয়ায় তিনি আনন্দিত। অপরদিকে মাস্তানীর সঙ্গে কাজের সুযোগে উচ্ছ্বসিত নায়ক প্রভাসও। লকডাউনের বোরিং জীবনে এই খবর সিনেমা জগতে এক বিশাল খবর, এই ছবির মুক্তির অপেক্ষায় দীপিকা,প্রভাসের ভক্তরা।

- Advertisment -

জনপ্রিয়

শ্যুটিং শুরু হলো ৮/১২- র, সঙ্গীত পরিচালক হিসেবে যোগ দিলেন সৌম্য ঋত…

৮/১২'র শুভ মহরত হয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অরুন রায়, প্রযোজক কান সিং সোধা, অভিনেতা কিঞ্জল নন্দ, রেমো, অর্ণ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী ছাড়াও...

টিম সোহম ও হাসি খুশি ক্লাবের পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ “অন্য ইলিশ ও চিংড়ি উৎসব”….

টিম সোহম ও হাসি খুশি ক্লাবের পক্ষ থেকে ২৫ শে জুলাই দুপুর ১২টায় আয়োজন করা হয়েছিল "অন্য ইলিশ ও চিংড়ি উৎসব". বরানগর, টেবিন রোড,...

এবার “চারেক্কে প্যাঁচ” নিয়ে হাজির পরিচালক অরূপ সেনগুপ্ত…

অবাক লাগছে না? হ্যাঁ সত্যি অবাক লাগার মতোই কথা. দম ফাটানো হাসির ছবি নিয়ে হাজির পরিচালক অরূপ সেনগুপ্ত. "এ.কে.Ray", "আনএথিক্যাল"- এর পর "চারেক্কে প্যাঁচ"...

প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন রিতেশ দেশমুখ…

এই প্রথম বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউডের জনপ্রিয় নায়ক রীতেশ দেশমুখ। ছবির নাম ‘অন্তর্দৃষ্টি’। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে টলিউড...