২৩ মার্চ দিনটি মানুষের আর পাঁচটা দিনের মত স্বাভাবিক ভাবেই কাটলো কিন্তু হঠাৎ রাত্রি বেলার একটি ঘোষণা স্তব্ধ করে দিলো মানুষের জীবন। যুগের ইতিহাসেও সাক্ষী মেলেনি এমন এক সময়ের বর্তমানের সাক্ষী হয়ে দাঁড়ালো একবিংশ শতকের মানুষ। মুহুর্তেই কর্মহীন হয়ে পরলো প্রায় সবাই। কেটে গেলো পাঁচ পাঁচটা মাস। ধীরে ধীরে কেটে যাচ্ছে সময়ের কালো ছায়া। মানুষ ফিরছে তার নিজ নিজ কর্মজীবনে। নবদিগন্তে ভোরের সূর্যদয়ের সময় এসে গেছে।
মানুষের এই সাধারণ জীবনে ফিরে আসার খুশিটিকেই ফুটিয়ে তুলতে চলেছে পৌষলী তার নতুন আসতে চলা গান “ফিরে আসার গান”-এ।
এই “ফিরে আসার গান”কে শুধু গান বললে চলেনা, এ যেন সমাজের হারানো গৌরব ফিরে পাওয়ার জয়ধ্বনী।
গানটির কথা ও সুর দিয়েছেন সৈনিক দে এবং মিক্স ও মাস্টার করেছেন তরুন দাস।
সামনেই আসতে চলেছে বাঙালীর মহৎসব দুর্গাপুজো। এতটা বিস্বাদময় সময় অতিবাহিত হওয়ার পরও প্রতিটা বাঙালীর মনে এই উৎসবের প্রতি আবেগ কিছু কম হয়নি। সমাজের স্বাভাবিক জীবনে ফিরে চলার পথের অগ্রগতির সঙ্গী হবে এই গান এবং পুজো উপলক্ষে শ্রোতাদের উদ্দেশ্যে দেওয়া পৌষলীর একটি উপহারও বলা চলে। আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে পৌষলী ব্যানার্জির নিজস্ব ইউটিউব চ্যানেলে। আমরা সকলেই অধির আগ্রহে বসে আছি গানটি মুক্তির। আর আপনি?
এ যেন সমাজের হারানো গৌরব ফিরে পাওয়ার জয়ধ্বনী | ইউটুবে আসতে চলেছে পৌষালির “ফিরে আসার গান”
- Advertisment -