ডিউটিতে কর্মরত পুলিশ অফিসার শ্রীরামপুরের আইসি দিব্যেন্দু দাস আক্রান্ত হয়েছিলেন করোনায়। ফের সেরে ওঠার পর করোনা জয়ী যোদ্ধারুপে সম্মানিত করা হয়। সেরে ওঠার পর কাজে যোগদান করেন তিনি। তাকে সাম্মানিকরুপে এক লক্ষ টাকা দেওয়া হয়। আর পুরো টাকাটা তিনি অন্যের সেবায় লাগিয়েছেন।
সেই টাকায় তিনি হুগলীতে ঘোড়ামারায় ৩২ আবাসিকদের খাইয়েছেন। তাদের জামাকাপড় দিয়েছেন। অন্য একটি হোমে ৪০ জন আবাসিকদের শাড়ি ও জামাকাপড় দিয়েছেন। এছাড়াও থানার এক কর্মীর অভাবী সন্তানের পড়াশুনার জন্য এককালীন ১০০০০ টাকা দিয়েছেন। শারদোৎসবের আগে তার এই কাজ হোম ও আবাসিকদের মুখে হাসি ফুটিয়েছেন। করোনা যুদ্ধে ঐক্যের বার্তা দিয়েছেন তিনি। করোনা ও লকডাউনের জন্য সামাজিক স্তরে বিভিন্ন টানাপোড়েন সৃষ্টি হয়েছে। আর এই সময় মানুষদের পাশে দাড়িয়ে শুভবুদ্ধির পরিচয় দেন তিনি।