Home জেলার খবর শ্রীরামপুরের করোনা বিজেতা পুলিশ অফিসার এক লক্ষ টাকা খরচ করলেন অনাথ আশ‍্রমে

শ্রীরামপুরের করোনা বিজেতা পুলিশ অফিসার এক লক্ষ টাকা খরচ করলেন অনাথ আশ‍্রমে

ডিউটিতে কর্মরত পুলিশ অফিসার শ্রীরামপুরের আইসি দিব‍্যেন্দু দাস আক্রান্ত হয়েছিলেন করোনায়। ফের সেরে ওঠার পর করোনা জয়ী যোদ্ধারুপে সম্মানিত করা হয়। সেরে ওঠার পর কাজে যোগদান করেন তিনি। তাকে সাম্মানিকরুপে এক লক্ষ টাকা দেওয়া হয়। আর পুরো টাকাটা তিনি অন‍্যের সেবায় লাগিয়েছেন।

 


সেই টাকায় তিনি হুগলীতে ঘোড়ামারায় ৩২ আবাসিকদের খাইয়েছেন। তাদের জামাকাপড় দিয়েছেন। অন‍্য একটি হোমে ৪০ জন আবাসিকদের শাড়ি ও জামাকাপড় দিয়েছেন। এছাড়াও থানার এক কর্মীর অভাবী সন্তানের পড়াশুনার জন‍্য এককালীন ১০০০০ টাকা দিয়েছেন। শারদোৎসবের আগে তার এই কাজ হোম ও আবাসিকদের মুখে হাসি ফুটিয়েছেন। করোনা যুদ্ধে ঐক‍্যের বার্তা দিয়েছেন তিনি। করোনা ও লকডাউনের জন‍্য সামাজিক স্তরে বিভিন্ন টানাপোড়েন সৃষ্টি হয়েছে। আর এই সময় মানুষদের পাশে দাড়িয়ে শুভবুদ্ধির পরিচয় দেন তিনি।

- Advertisment -

জনপ্রিয়

চোরাই বাইক সহ গ্রেপ্তার দুই অভিযুক্ত

শিলিগুড়ি সহ আশেপাশের এলাকা গুলিতে বড় গাড়ি পাচারের সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে উঠেছে বাইক পাচার চক্র । অভিযানে নেমে তিনটি চুরির বাইক সহ দুই...

জেলা প্রশাসনের উদ্যোগে চা বাগানে সখী মেলা

মঙ্গলবার জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে অঙ্গণওয়াড়ি কর্মীদের অংশ গ্রহণের মধ্যে দিয়ে ডেঙ্গুয়াঝাড় চা বাগানে অনুষ্ঠিত হল একদিনের সখী মেলা । এদিনের এই মেলার উধবোধন...

হঠাৎ করে গরম দার্জিলিং এ, অবাক এবং হতাশ পর্যটকেরা

গরম থেকে বাচতে শৈলশহরে এসেও গরম।হ্যা অবাক হলেও সত্যি ঘটনা দার্জিলিং এর তাপমাত্রা ঘোরাফেরা করছে 14 ডিগ্রীতে।পর্যটকেরা এসে গরম জামাকাপড় খুলে বের হচ্ছেন।কোন কোন...

কথায় আছে, প্রেমের কোনও বয়স নেই। সীমানা নেই

কোনও কিছুই বাধ মানে প্রেমের সামনে। যে কোনও বয়সেই আসতে পারে প্রেম। আর তেমনই এক ছবি উঠে এল উত্তরপ্রদেশের আগরা শহর থেকে।প্রেমিকের বয়স ৮০।...