সেলেব মহল সবসময় থাকে মিডিয়ার নজরে। সোশ্যাল মিডিয়ায় সর্বত্র বিচরন তাদের। আর ভক্তসংখ্যাও অগনিত। ভক্তদের প্রতি মুহুর্তে আপডেট রাখতে চাঞ্চল্যকর ভিডিও প্রায়ই পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আর এবার সেই ভিডিওকে ঘিরে গড়ে ওঠে চাঞ্চল্য। ভিডিও শেয়ার করে ক্যাপশনে দেন জীবনের সবথেকে নোংরা কেক কাটলেন ৩০ তম জন্মদিনে।
সদ্য তিরিশে পা দিয়েছিলেন অভিনেত্রী। আর সেই উপলক্ষ্যে বিশেষ জন্মদিন পার্টির আয়োজন করেন তার বন্ধুরা। আর সেই মত হাজির হন সকলেও। আর কেকের বাস্ক খুলতেই বেরিয়ে আসে পুরুষাঙ্গ। সেই দেখে হেসে ফেলেন অভিনেত্রী। এরপর পোজ দিয়ে কেকের ছবি তোলা থেকে ভিডিও পুরোটাই পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আর এই ছবি পোস্ট হওয়া মাত্রই ট্রোলের শিকার হন তিনি।
আর এইরকম ছবি দেখে বেজায় চটলেন নেটপাড়া। সেলেব হয়ে এরকম পোস্ট মেনে নিতে পারেননি অনেকেই। অভিনেত্রীকে তোপ কেটে জানানো হয় যে কতটা ভুল করেছেন তিনি। অবশ্য ছবি তোলা বা পোস্ট কোনোটাই করেননি নিয়া।
জন্মদিনে কেকের মাঝে পুরুষাঙ্গ! মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
- Advertisment -