কলকাতা শহরের গল্প নিয়ে আসতে চলেছে পাভেল পরিচালিত নতুন ছবি “কলকাতা চলন্তিকা“। এর আগে পাভেল পরিচালিত ‘বাবার নাম গান্ধীজী‘, ‘রসগোল্লা‘, ‘অসুর‘-এর মতো ছবি সিনেমাপ্রেমীদের মন জয় করেছে। এবার কলকাতার বুকে ঘটে যাওয়া এক দুঃস্বপ্নের দিনকে সিনেমার পর্দায় তুলে ধরতে চলেছেন পাভেল।
ছবিটি মুক্তি পাবে “বাবা ভূতনাথ এন্টারটেনমেন্ট” এর ব্যানারে। প্রযোজক হলেন শতদ্র চক্রবর্তী।
এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সৌরভ দাস, ঈশা সাহা, অপরাজিতা আঢ্য, রজতাভ দত্ত, অনির্বান চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখোপাধ্যায়, শতাব্দী চক্রবর্তী, এবং কিরণ দত্ত যিনি “বং গাই” নামে পরিচিত।
গল্পের কাহিনী গড়ে উঠেছে পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার ঘটনাকে কেন্দ্র করে। শহর কলকাতার তিন দিনের জীবন উঠে আসবে এই ছবিতে। প্রথম দিনে দেখা যাবে শহর ছুটে চলেছে তার নিজের ছন্দে, দ্বিতীয় দিনে ভেঙে পরে ফ্লাই ওভার, ওলট পালট হয়ে যায় সব কিছু, তৃতীয় দিন থেকে আবার আসতে আসতে শহর ফিরতে থাকে পুরোনো ছন্দে। এর আগেও পরিচালক পাভেল তার প্রতিটা ছবির মাধ্যমেই নতুন চমক দিয়েছে। তাই আশা করাই যায় বাংলা সিনেমাপ্রেমীরা আরো একটা নতুন ভালো ছবি উপহার পেতে চলেছে।