“বুলবুল” এ রহস্যময়ী নারীর চরিত্রে পাওলি
সম্প্রতি মুক্তি পেয়েছে অনুষ্কা প্রযোজিত ছবি “বুলবুল”। এক উপকথার কাহিনীর ভিত্তিতে রচিত এই সিনেমা কোন ভূতের গল্প নয়, হাড়হিম করা এক গ্রাম্যকাহিনী। শুক্রবারই এর ট্রেলার মুক্তি পেয়েছে।
ছোটবেলা আমরা প্রত্যেকেই ভুতের গল্প শুনেছি। রাতে গাছের নীচে যাবে না, ওই গাছে পেতনি থাকে, অন্ধকার গলিতে যাবে না বা এলাকার কোন প্রাচীন ভুতুড়ে বাড়ির গল্প।ভৌতিক পরিবেশে গা ছমছমে করা একটি নতুন ছবি দর্শকদের জন্য নিয়ে এসেছেন পরিচালক অনবিতা দত্ত। ছবির প্রযোজনার ভূমিকায় আছেন অনুষ্কা শর্মা, সঙ্গীত পরিচালনায় অমিত ত্রীবেদি। শুক্রবারই এর হাড় কনকনে করা ট্রেলার মুক্তি পেয়েছে।
সম্পূর্ন বাংলা উপকথার ভিত্তিতে গল্পটি রচিত। গ্রামের এক ছোট্ট মেয়ে বুলবুল – তার জীবনে বিভিন্ন কাহিনী এবং ডাইনির সঙ্গে সম্পর্ক নিয়েই গল্পের মূল ভিত্তি। ভৌতিক পরিবেশে গা ছমছমে করা রহস্যের জালে মোড়া এই গল্পের মধ্য দিয়ে দর্শকদের সম্পূর্ন অন্য একটি স্বাদ দিতে চেয়েছেন পরিচালক।
অনুষ্কা শর্মা প্রযোজিত প্রথম ছবি ” পরী” এর পর দ্বিতীয় সংযোজন এই ” বুলবুল”। এই নিয়ে দুবার পরমব্রতের সঙ্গে কাজ করছেন তিনি। অনুষ্কা ছাড়াও এই সিনেমাতে আছে একঝাঁক চেনা মুখ – পাওলি দাম, অবিনাশ তিওয়ালী, তৃপ্তি দিমরি। ছবিতে প্রথভেই পাওলি এর ন্যাড়া মাথা লুক নজর কেড়েছে দর্শকের। অনুষ্কা এই প্রথম বার নেটফ্লিক্সের সঙ্গে যুক্ত হয়ে ছবি প্রযোজনা করলেন।
গত বুধবারই মুক্তি পেয়েছে এই ছবির প্রথম ট্রেলার। যেখানে একটি নারীকে পা উল্টানো অবস্থায় আকাশে উড়তে দেখা যায়। ছবির মুখ্য চরিত্রে আছে সত্য এবং তার ভাইয়া বালিকা বধূ বুলবুল। সত্য বিদেশে পড়তে যায় এবং ফিরে এসে জানতে পারে তার ভাইয়ে পরিত্যক্ত স্ত্রী গ্রামবাসীদের কোন একটি বিষয়ে সাহায্য করছে। তারপর সেখান থেকেই উঠে আসে রহস্যময়ী নারীর চরিত্র। আগামী ২৪ শে জুন শুভমুক্তি পেতে চলেছে “বুলবুল” এর।