সন্ধ্যাবেলায় জনবহুল স্থানে মাথার খুলি ঘিরে আতঙ্ক গোটা এলাকায়
শেওড়াফুলি ঘোষ মার্কেটে রেল গেট যেখানে সবসময় মানুষের ভিড় লেগে থাকে, জনবহুল রাস্তা সেখানে আজ
নর কঙ্কাল পাওয়া গেছে ৯.৪৫ নাগাদ ।
ব্যস্ত রাস্তায় সকলকে এড়িয়ে কিভাবে এই ধরনের ঘটনা ঘটে উঠছে প্রশ্ন, রাজ্যের আইন শৃঙ্খলা যদি সঠিক হত তাহলে ওড়াফুলি ফাঁড়ির অদূরে এমন ঘটনা দেখা যেত না। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে পাশাপাশি ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা যাচ্ছে।
প্রশাসন বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা কেস না এসে, বিজেপি কর্মীদের ওপর লাঠিচার্জ না করে যদি বাকি দিকে কঠোর হয় তাহলে হয়ত এমন ঘটনা ঘটবে না, লোক বহুল জায়গায় নর কঙ্কাল পাওয়ার ঘটনায় প্রশাসনকেই কাঠগড়ায় দাড় করাচ্ছে এলাকাবাসী। বিজেপি মন্ডলের সভাপতি স্নেহাংশু মোহান্ত পুলিশের কাছে এর তদন্তের আর্জি জানিয়েছে। কিভাবে এই খুলি আসলো, কারাই বা ফেললো একাধিক প্রশ্ন তাদের।
দীর্ঘদিনের স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন যেখানে শনিবার সন্ধ্যাবেলায় হুগলী জেলার শেওড়াফুলি চার নং রেল গেটের সামনে এমন ঘটনার পেছনে কারা আছে, রহস্যের তদন্ত হোক চায় এলাকাবাসী।