প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সকাল সাড়ে ছ’টায়। প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী আসার পর থেকে এক অন্য মাত্রা লাভ করেছে যোগ দিবস, সারা দেশে বিশেষ ভাবে যোগাভ্যাসের মাধ্যমে পালিত হয় এই দিনটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিবছর এই দিনে লালকেল্লার সামনে যোগাভ্যাসে অংশ নিলেও এবছর কোভিড ১৯ এর কারণে যোগদিবস পূর্বের ন্যায় পালন করা যাবে না। তবে যোগ দিবসে প্রধানমন্ত্রীর ভাষণ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। যোগাভ্যাসের মাধ্যমে শরীর সুস্থ রাখা বা করোনা নিয়ন্ত্রণ নিয়ে নির্দেশ, যে কোনো ব্যাপারেই আলোচনা করতে পারেন সেদিন প্রধানমন্ত্রী। দূরদর্শনে তো দেখানোই হবে প্রধানমন্ত্রীর এই ভাষণ তাছাড়াও একাধিক ডিজিটাল প্ল্যাটফর্মেও প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচারিত হবে।
যদিও আগের বছর যোগ দিবসকে কেন্দ্র করে রাজনৈতিক নানা মতবিরোধ দেখা দেয়, যেখানে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক প্রতিটি স্কুলে যোগ দিবস পালন বাধ্যতামূলক বলে ঘোষণা করলেও তা খারিজ করে দেয় পশ্চিমবঙ্গ সরকার। সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন কোনও স্কুলে যোগ দিবসের নামে বিজেপির রাজনৈতিক কর্মসূচি হতে দেওয়া হবে না।
বর্তমান পরিস্থিতিতে এরকম কোনো ঘটনা হওয়ার সম্ভাবনা নেই কারণ করোনার জন্য স্কুল কলেজ বর্তমানে বন্ধ।
যোগ দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- Advertisment -