মহালয়ার আগের ক্ষনেই বাগবাজার ঘিটে বিজেপি কর্মসূচি নিয়ে ঝামেলা তুঙ্গে ওঠে। এদিন রাতেই মঞ্চ খুলে ফেলে পুলিশ।
সুত্রে খবর, বিগত এক বছরে যে সকল বিজেপি কর্মী বা সমর্থকরা শহিদ হয়েছেন তাদের আত্মার শান্তির কামনার জন্য মহালয়ার শুভক্ষনে শহিদ তর্পন সভা আয়োজন করে বিজেপিরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথির তালিকায় রয়েছেন কৈলাস বিজয়বর্গী, মুকুল রায় ও রাজীব সিনহা, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার সহ প্রমুখ প্রথম সারির নেতারা।
পুলিশ সুত্রে খবর, করোনা পরিস্থিতিতে পুলিশ ও প্রশাসনের কোন অনুমতি না নিয়েই বাগবাজার ঘাটে অনুষ্ঠানের আয়োজন করে বিজেপি। কিন্তু বাগবাজার ঘাট তো দুর অস্ত, স্থানীয় এলাকায় অনুষ্ঠান করতেও দরকার পুলিশের অনুমতি। কিন্তু বিজেপি কর্মীদের কাছে কোন বৈধ অনুমতি না থাকায় খুলে দেওয়া হয়েছে প্যান্ডেল। তবে অনুষ্ঠান বাতিলের কোন প্রশ্ন নেই। কাল অর্থাৎ মহালয়ার শুভক্ষনেই তারা বাগবাজার ঘাটে এসে শহিদদের উদ্দেশ্যে তর্পন করবেন।