কবিতা লেখা, গান লেখা, সুর দেওয়া র পর এবার উঠে আসল মুখ্যমন্ত্রী আরও একটি প্রতিভা, গানের প্রতিভা
এর আগে আমরা পরিচিত ছিলাম তার লেখা এবং আকার সাথে। একাধিক বিষয়ে তিনি কলম ধরেছেন। নোটবন্দি হোক বা আফফানের ধ্বংস, কেন্দ্রের বিরুদ্ধে বক্তব্য যেকোনো বিষয়ে তিনি কলমের মাধ্যমে নানা বক্তব্য প্রকাশ করেছেন।
গান লিখেছেন করোনা যোদ্ধাদের কুর্নিশ জানিয়ে। প্রচুর কবিতা লিখেছেন। গান লিখেছেন তাতে সুর ও দিয়েছেন যা শহরের সব সিগন্যালে শোনা যায় ।
এবার গান লেখা বা সুর দেওয়ার থেকেও একধাপ এগিয়ে নিজেই গান গাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে নিজের কন্ঠে ‘জাগো দুর্গা’শেয়ার করেন তিনি।
গানের ক্যাপশনে মুখ্যমন্ত্রী লিখেছেন, মা দুর্গার আসছে এবার যেন বাংলা থেকে সমস্ত গ্লানি ব্যাধি, প্রাকৃতিক বাধা বিপর্যয় দূর হয়ে যায়। বাংলা ক্রমাগত এগিয়ে যায় উন্নতির চূড়ায়। বাংলার মানুষের জন্য প্রার্থনা করে মহালয়ার শুভক্ষণে নিজে গান গেয়ে শারদ অর্ঘ্য নিবেদন করলেন মুখ্যমন্ত্রী।
এর আগে তাকে সিন্থেসাইজারে, ‘মোরে আরও আরও আরও দাও প্রাণ’ বাজাতে শোনা গেছিল উনিশের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পূর্বে।
তাঁর আঁকার প্রতিভাও উঠে এসেছে বিভিন্ন সময়ে। তবে এই প্রথমবার তিনি গান গাইলেন সকলের জন্য।
https://www.facebook.com/e08ffc6e-6700-4223-9cf2-239cb669d1d3