Home ফিল্ম শীঘ্রই ইতিহাসের পাতা থেকে বড় পর্দায় উঠে আসতে চলেছে তিন বীরের বীরগাঁথা...

শীঘ্রই ইতিহাসের পাতা থেকে বড় পর্দায় উঠে আসতে চলেছে তিন বীরের বীরগাঁথা “৮/12″…

কান সিং সোধা-র প্রযোজনা সংস্থা “KSS Productions And Entertainment” প্রযোজিত আসন্ন ছবি “৮/১২” (বিনয় বাদল দীনেশ সাগা) ছবির ট্রেলার লঞ্চ হয়ে গেলো| ৮ই ডিসেম্বর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিবাদীবাগে বিনয় বাদল দীনেশের প্রতিমূর্তির সামনে| এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় বিনয় বাদল দীনেশের মূর্তিতে মাল্যদানের দ্বারা| আমরা জানি ১৯৩০ খ্রিষ্টাব্দে রাইটার্স বিল্ডিং-এ প্রবেশ করেন বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত, তাদের উদ্দেশ্য ছিল একটাই অত্যাচারী সিম্পসন সাহেবকে উপযুক্ত শাস্তি দিয়ে ভারতবর্ষকে ইংরেজ শাসন মুক্ত করা| এই ছবির পরিচালনা করেছেন ‘এগারো‘, ‘হীরালাল‘ খ্যাত পরিচালক “অরুন রায়“|

এই ছবিতে “বাদল গুপ্তের” ভূমিকায় অভিনয় করেছেন “অর্ণ মুখোপাধ্যায়“, “বিনয় বসুর” ভূমিকায় অভিনয় করেছেন “কিঞ্জল নন্দ“, “দীনেশ গুপ্তের” ভূমিকায় অভিনয় করেছেন “রেমো“| এছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, খারাজ মুখোপাধ্যায়, শংকর দেবনাথ, দেবরাজ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী, গুলশনারা খাতুন সহ আরো অনেকে|

ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিঞ্জল নন্দ, অর্ণ মুখোপাধ্যায়, রেমো, অনুষ্কা চক্রবর্তী, গুলশনারা খাতুন, প্রযোজক কান সিং সোধা, পরিচালক অরুন রায়, এবং এই ছবির সংগীত পরিচালক সৌম্য ঋত|

ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ছবির বিষয়ে প্রযোজক কান সিং সোধা কে জিজ্ঞাসা করলে তিনি জানান “আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি গর্বিত, আমি গর্বিত একজন ভারতীয় হিসেবে, যে আমি আজকের এই বিশেষ দিনে এই মঞ্চে দাঁড়িয়ে বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্তের মতো স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিতে পারছি| ১৯৩০ খ্রিষ্টাব্দে ভারতবাসীকে ইংরেজ শাসন থেকে মুক্তি দিতে তারা রাইটার্স বিলডিং-এ প্রবেশ করেন এবং সিম্পসন সাহেবকে হত্যা করেন|

এই তিন তরুণ তাদের ব্যক্তিগত স্বার্থের কথা না ভেবে শুধুমাত্র দেশকে পরাধীনতা এবং অত্যাচারের হাত থেকে মুক্তি দিতে গিয়ে নিজেদের প্রাণ বলিদান করেন| এই তিন বীরের বীর গাঁথা নিয়েই ‘৮/১২, আমি সত্যি গর্বিত এই ছবির প্রযোজক হতে পেরে, এই ছবির সঙ্গে অনেক পরিশ্রম অনেক আত্মত্যাগ জড়িয়ে আছে| আগামী বছরের জানুয়ারী মাসে এই ছবিটি মুক্তি পেতে চলেছে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে|”

ছবির পরিচালক অরুন রায় জানান “ভারতবাসীর স্বাধীনতা অনেক রক্তক্ষয়ী সংগ্রামের ফসল, বিনয় বাদল দীনেশের আত্মত্যাগের কথা বর্তমানে অনেকেই প্রায় ভুলে গেছি, ১৯৩০ সালে ৮ই ডিসেম্বর রাইটার্স বিল্ডিংয়ে তাদের অনুপ্রবেশ-ই আমরা আমাদের ছবির দ্বারা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, ট্রেলার তারই একটা ঝলক| আশা করি ছবিটিও আপনাদের ভালো লাগবে”|

- Advertisment -

জনপ্রিয়

‘চলচ্চিত্র রোলিং অ্যাওয়ার্ড’ জিতে নিলো অরূপ সেনগুপ্তের পরিচালিত ছবি “চার এক্কে প্যাঁচ”…

'চলচ্চিত্র রোলিং অ্যাওয়ার্ড’-এ জোড়া পুরস্কার পেল পরিচালক অরূপ সেনগুপ্তের ছবি ‘চার এক্কে প্যাঁচ’। গত ২ বছরের পরিস্তিতি কাটিয়ে সাধারণ মানুষ আবার সিনেমা হলমুখী হচ্ছে।...

মুক্তি পেতে চলেছে ইনফোকেয়ার আই.এন্টারটেইনমেন্ট নির্মিত শুভ্র রায় পরিচালিত ছবি “ঘুন”…

খুব শীঘ্রই Klikk OTT তে streaming হতে চলেছে শুভ্র রায় পরিচালিত ছবি 'ঘুন'। শহর কলকাতার ৬জন নারী ও পুরুষের পারস্পরিক সম্পর্ককে ঘিরে তৈরী হয়েছে...

সায়ন্তন ঘোষাল পরিচালিত ওয়েব সিরিজ “গোরা-য়” এক গুরুত্বপূর্ণ ভূমিকায় ‘পায়েল দে’….

আবারও ওয়েব সিরিজ-এ অভিনেত্রী পায়েল দে। হইচই এর ওয়েব সিরিজ ইন্দু দিয়েই গত বছরেই ওয়েব সিরিজের দুনিয়াতে পথ চলা শুরু হয়েছিল অভিনেত্রী পায়েল দে-র।...

বেস্ট শর্ট-ফিল্মের পুরস্কার জিতে নিলো অরূপ সেনগুপ্ত পরিচালিত শর্ট-ফিল্ম ‘চার এক্কে প্যাঁচ’

বছর শেষ হতে হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। চারিদিকে চলছে খুশির আমেজ. গত ২ বছরের পরিস্তিতি কাটিয়ে সাধারণ মানুষ আবার সিনেমা হলমুখী হচ্ছে।...