করোনায় আক্রান্ত কোয়েল মল্লিক ও তাঁর পরিবার
করোনায় আক্রান্ত মল্লিক পরিবার, অভিনেত্রী কোয়ল মল্লিক, নিসপাল সিং রানে তার বাবা রঞ্জিত মল্লিক, এবং মা দীপা মল্লিক, চারজনই আক্রান্ত করোনায়। কোয়েল মল্লিক শুক্রবার সন্ধ্যায় টুইটে নিজেই জানিয়েছেন এই খবর। টুইটে তিনি লেখেন বাবা, মা, তিনি এবং তাঁর স্বামী করোনা আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে আছেন।
দু’সপ্তাহ আগে থেকেই অসুস্থ বোধ করেন টলি অভিনেত্রী এবং তার মা বাবা, তাঁদের মধ্যে করোনার উপসর্গ সর্দি, কাশি দেখা দেওয়ায় দু’দিন তাঁদের নমুনা পরীক্ষা করা হয়, এবং রিপোর্টে দেখা যায় তারা তিনজন করোনা পজিটিভ। তারপরেই কোয়েলের স্বামী প্রযোজক নিসপাল সিং রানেরও পরীক্ষা করা হয় এবং তাঁরও রিপোর্ট পজিটিভ আসে।
বর্তমানে ভবানীপুরে বাপের বাড়িতেই আছেন কোয়েল।
তবে সদ্যোজাত সন্তান এর ব্যাপারে কিছু জানাননি তিনি। গত মে মাসে কোয়েল মল্লিক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। ছেলে হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় তাঁর ছেলেকে নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে যায়। সেই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী জানান তার সন্তান ভালো আছে, সুস্থ আছে।