Home সেলিব্রিটি প্লাস্টিক সার্জারির মাধ্যমে উন্নত নিতম্ব ও বক্ষযুগল নিয়ে নোরা ফতেহির নতুন...

প্লাস্টিক সার্জারির মাধ্যমে উন্নত নিতম্ব ও বক্ষযুগল নিয়ে নোরা ফতেহির নতুন ফটোশুট…

কানাডিয়ান অভিনেত্রী নোরা ফতেহি বলিউডে এখন বেশ পরিচিত নাম। তার প্রথম ছবি ‘রোয়ার, টাইগার অফ সুন্দরবনস’। তবে সিনেমার তুলনায় আইটেম ডান্সেই বেশি জনপ্রিয় তিনি। ‘বাহুবলী’, স্ট্রিট ডান্সার ৩ তে তার পারফর্মেন্স ছিল দুর্দান্ত।সম্প্রতি নোরার একাধিক বোল্ড ফটোশ্যুটে নজর কেড়েছে দর্শকদের।ইন্সটাগ্রামের পেজে তিনি শেয়ার করেছেন এই সমস্ত ফটো। লাল ড্রেসে যেমন তার অপরূপ সৌন্দর্য ধরা পড়ছে, তেমনই সাদা পোশাকে উম্নুক্ত বক্ষযুগল উষ্ণতা ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
বিতর্কিত এবং বহু চর্চিত অনুষ্ঠান বিগ বস ৯-এ অংশগ্রহণ করেছিলেন তিনি।

সম্প্রতি তিনি প্লাস্টিক সার্জারি করেছেন। তার।পর পুরু ঠোঁট, উচু নিতম্ব এবং সুন্দর বক্ষযুগল এ নোরা এখন বলিউডের অন্যতম বোল্ড অভিনেত্রী। নোরার হটনেসে মুগ্ধ নেটিজেনরাও।তবে নোরার বক্ষ এবং নিতম্ব দেখে অনেকেই মনে করছেন প্লাস্টিক সার্জারি করিয়েছেন নোরা। যদিও এখনও পর্যন্ত নোরার তরফে এই নিয়ে কিছু বলা হয়নি।

তবে শোনা

গেছে ট্যোয়ার্কিং এবং বেলি ডান্সিংয়ের জন্যই নাকি নোরা প্লাস্টিক সার্জারি করেছেন।
তার ফ্যানেরা তাঁর পুরনো ছবির সাথে কিছুতেই মেলাতে পারছেন না নতুন নোরা কে। তবে শাড়ি হোক বা বোল্ড ড্রেস সবেতেই কিন্তু নোরা অনন্যা।

- Advertisment -

জনপ্রিয়

শ্যুটিং শুরু হলো Milky Way Films দ্বারা প্রযোজিত ছবি “শব চরিত্র”-এর…

দেবাশিস সেন শর্মার পরিচালনায় এবং Milky Way Films এর প্রযোজনায় আসতে চলেছে নতুন ছবি "শব চরিত্র". ইতি মধ্যেই ছবির শ্যুটিং শুরু হয়ে গেছে. ছবিটি...

প্রকাশিত হলো লেখক রয় ফিনিক্সের প্রথম উপন্যাস অ্যালফাবেটিকা এক রূপক কাহিনী…

নতুন লেখক রয় ফিনিক্সের প্রথম উপন্যাস অ্যালফাবেটিকা এক রূপক কাহিনী। এই কাহিনী সমাজের যে ফাঁক ফোকর দিয়ে সংখ্যাগুরুর আধিপত্য মাথা তোলে, তার গল্প রয়...

শীঘ্রই মুক্তি পেতে চলেছে রৌনক ধরের পরিচালনায় ও উৎসরিক দাসগুপ্তর প্রযোজনার নতুন ছবি ‘সত্যায়ন’

সম্প্রতি মুক্তি পেয়েছে এআর এসএস এন্টারটেইনমেন্ট ও বক্স অফিস এর পরবর্তী ছবি 'সত্যায়ন' এর প্রমো এবং পোস্টার। রৌনক ধর এর পরিচালনায় ও উৎসরিক দাশগুপ্তর...

তৃষা’র কন্ঠে আসতে চলেছে দিব্য প্রীতম জুটির নতুন গান ‘একলা সারাদিন’…

প্রীতম দেবের সুরে ও গীতিকার দিব্যদ্যুতির লেখা গান "একলা সারাদিন" গাইলেন সঙ্গীতশিল্পী তৃষা চ্যাটার্জী। ২রা ডিসেম্বর সঙ্গীত পরিচালক প্রীতম দেবের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে...