অংশুমান প্রত্যুষ-এর পরিচালনায় তৈরি হতে চলেছে ‘নির্ভয়া’ সমাজের লক্ষ্মী’। কিন্তু এই ছবির সঙ্গে নির্ভয়া কাণ্ডের কোনো মিল নেই। একটি ১৩ বছরের মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনার ওপর কেন্দ্র করে গল্পের প্রেক্ষাপট তৈরী হয়েছে।
এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে ‘পটলকুমার গানওয়ালা’ খ্যাত অভিনেত্রী হিয়া দে কে। এই ছবির হাত ধরেই বড় পর্দায় পা রাখছে হিয়া দে। এছাড়াও রয়েছেন শ্রীলেখা মিত্র, গৌরব চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, সব্যসাচী চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায় সহ আরো অনেকে।
এই গল্পের প্রেক্ষাপট গড়ে উঠেছে একটি ১৩ বছরের মেয়েকে ঘিরে । মেয়েটি একটি গণধর্ষণের ঘটনার শিকার হয়। তারপর সেই বালিকার সমাজে টিকে থাকার লড়াইই হয়ে ওঠে গল্পের মূল উপজীব্য।একটি ঘটনায় বালিকা তার গোটা পরিবার কে হারায়, আর প্রতিনিয়ত আইনের সঙ্গে লড়াই চলতে থাকে তার। ওই বালিকা গণধর্ষিতা হওয়ার পর ছয় মাস কোমায় চলে যায়। এরপর সে সুস্থ হওয়ার পর জানতে পারে সে অন্তঃসত্ত্বা । দেরি হয়ে যাওয়ায় ওই বালিকাকে গর্ভপাত করানোর অনুমতি দেয়নি আদালত। এরপর এক শিশুর জন্ম দেয় ওই বালিকা।
এই পুরো ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আদালত। বরাবরের মতো এবারেও বলা হয়েছে “দয়া নয় বিচার চাই“। একটি বাচ্চা মেয়ের লড়াইয়ের গল্প বলবে নির্ভয়া।
ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন অংশুমান প্রত্যুষ। ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন প্রতীক কুন্ডু। প্রত্যুষ প্রোডাকশন ও অমৃক এন্টারটেইনমেন্টের ব্যানারে মুক্তি পাচ্ছে এই ছবি। এই ছবির মাধ্যমে প্রথম প্লেব্যাক সিঙ্গার হিসেবে গান গাইতে চলেছেন সা রে গা মা পা এ খ্যাত সঙ্গীত শিল্পী অন্যন্যা চক্রবর্তী।