সদ্যবিবাহিত ডাক্তার দম্পতির PPE-র আড়ালে চোখে চোখে কথা…
গত বছরের শেষ মাসে বিয়ে হয়েছে দুজনের। ছুটি নিয়ে আলোচনা সেরে এ বছর কোথায় বেড়াতে যাবেন বলে ঠিক করেন, কী করে দুজনে একসঙ্গে সময় কাটাবেন তার প্ল্যানিংও শেষ। কিন্তু সব আশায় জল ঢেলে দেশে প্রবেশ করেছে মহামারী covid19। তারপর থেকে দেশের মানুষের প্রাণ বাঁচাতে জরুরি পরিষেবায় ব্রতী হয়েছেন ড. রেশমি মিশ্র ও ড. ইশান রোহতাগি।
বেড়াতে যাওয়া আর হলো না শেষ পর্যন্ত। Covid ওয়ার্ড PPE পরেই নব দম্পতি একে অপরের দিকে তাকিয়ে আছে করুন দৃষ্টিতে। হসপিটাল এক হলেও শিফট আলাদা। আসা যাওয়ার সময় যেটুকু দেখা হয়। অক্লান্ত পরিশ্রমের মধ্যে ওই দেখা পাওয়াটাই যেনো অনেক। দিল্লির হসপিটালে করোনা যোদ্ধা এই নব বর বধূ। তাদের সমস্ত সুখ, দুঃখ সবই যেনো মানুষের সেবায় নিয়োজিত করেছে। সাথে আছে একসঙ্গে থাকতে না পারার যন্ত্রনা।