আসতে চলেছে বাঙালীর তৈরি নতুন অ্যাপ, দেখা যাবে নতুন এবং পুরনো সিনেমা
বর্তমান যুগেও পুরনো দিনের চলচ্চিত্রের কদর একটুও কমেনি, ঐ যে কথায় আছে না- “ওল্ড ইস গোল্ড”, সময়ের সঙ্গে সঙ্গে পুরনো দিনের সিনেমা কিন্তু কখনোই পুরনো হয়ে যায় না, বর্তমান জেনারেশনের অনেকেই কিন্তু পুরনো গান, পুরনো সিনেমা দেখতে ভালোবাসেন। তবুও হারিয়ে গেছে এমন বহু সিনেমা যা দর্শকের দেখতে ইচ্ছে হলেও তা মেলেনা অনলাইন কোনো প্লাটফর্মেই।
এখন বেশ কিছু অ্যাপ আছে যেখানে ওয়েব সিরিজ, সিরিয়াল দেখা যায়, কিন্তু এমন যদি অ্যাপ বেড়োয় যেখানো পুরনো এবং নতুন দুইয়ের মেলবন্ধন-ই চোখে পরবে তাহলে সেটা খুবই ভালো হয় তাই না? কিছুদিনের মধ্যেই আসতে চলেছে এমন একটি অ্যাপ যার মাধ্যমে দর্শক যেমন পুরোনা সিনেমা দেখতে পারবে তেমনই একইসঙ্গে নতুন সিনেমাও মুক্তি পাবে সেখানে। অগাস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এমন একটি দূর্দান্ত অ্যাপ “Flixbug” নিয়ে হাজির হচ্ছেন শ্রী দেব চক্রবর্তী।
বাংলা, হিন্দী এবং ইংরেজি তিনটে ভাষার সিনেমা থাকলেও মূলত এখানে বাংলা সিনেমার উপরেই বেশি প্রাধান্য দেওয়া হবে। এই অ্যাপটিতে প্রথম মুক্তি পাবে ফিরোজ-এর সিনেমা “ভূমি” ৷
বর্তমানে করোনা আবহে যেখানে মাঝে মাঝেই মানুষ গৃহবন্ধী থাকছে লকডাউনের কারণে এবং দীর্ঘদিন সিনেমা হল বন্ধ থাকায় সিনেমা মুক্তি পাওয়ার একটি অন্যতম মাধ্যম হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম। আতঙ্কের এই পরিস্থিতিতে মানুষের হাসিখুশি থাকা ভীষণ প্রয়োজন, প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গির। আর এই সময়ে দাড়িয়ে এরকম একটি অ্যাপ যেখানে নতুন এবং পুরনো দুই ধরনের সিনেমাই দেখা যাবে এটা নিঃসন্দেহে একটি দারুণ খবর।