গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন ব্যারাকপুরের বিজেপি স্ট্রংম্যান মণীশ শুক্লা
ভিড়ে ঠাসা বিটি রোডের উপর গুলি করে খুন করা হল ব্যারাকপুরের বিজেপি স্ট্রংম্যান মণীশ শুক্লাকে।
রবিবার রাতে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন বিজেপি নেতা
মণীশ শুক্ল। রবিবার রাত সাড়ে ৮ টা নাগাদ টিটাগড় থানার কাছে বিটি রোডের ওপর দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।
সাথে সাথে তাকে বাইপাস সংলগ্ন হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে
জানানো হয়। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন গোবিন্দ।
যেখানে তাকে গুলি করা হয় সেটা ‘বড়া মস্তান’ নামে পরিচিত। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন,গুলি চলার আগে ওই রাস্তা দিয়ে তৃণমূল কংগ্রেসের মিছিল যাচ্ছিল, তারপরই বেশ কয়েকটি মোটরবাইকে কয়েকজন মুখ ঢেকে থাকা দুষ্কৃতী গুলি করে মণীশকে। পরপর গুলি লাগায় সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন মণীশ। রাস্তাতেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতালের চিকিৎসকরা।
খড়দহের বাসিন্দা মণীশ
ব্যারাকপুরের ‘স্ট্রংম্যান’ নামে পরিচিত। সমগ্র ব্যারাকপুরে তৃণণূল যুব কংগ্রেসের নেতা হিসাবে সক্রিয় মণীশ ভাটপাড়ার একসময়ের তৃণমূল বিধায়ক অর্জুন সিংহের সাথে ভালো সম্পর্ক ছিল তার, অর্জুন সিংহ বিজেপিতে যোগ দেওয়ার কিছুদিন পরেই মণীশও বিজেপিতে যোগ দেন।
রবিবার রাতে গোটা এলাকা উত্তেজিত হয়ে পড়ে। বিজেপি কর্মী সদস্যরা এই ঘটনায় শাসক দলের যোগ আছে বলে অভিযোগ জানিয়ে ঘেরাও করেন টিটাগড় থানা।
তাঁরা বিটি রোড রাস্তা অবরোধ করে এবং এই ঘটনার জন্য দায়ী করে তৃণমূল কংগ্রেসকে।
বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় ভিডিয়ো পোস্ট করে বলেছেন টিটাগড় থানার সামনে পুরো ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, যা অর্জুন সিংহ অনেক দিন ধরেই করছিলেন।বিজেপি নেতাকে খুনের এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করছেন তিনি।