পেঁয়াজের নতুন রোগে আক্রান্ত ৫০০!
একে করোনার থাবার নাজেহাল গোটা বিশ্ব, তার উপর দেখা দিল নতুন বিপর্যয়। আমেরিকায় ছড়িয়ে পড়েছে সালমোনেল্লা এর থাবা!
ইতিমধ্যে এই রোগ ছড়িয়ে পড়েছে বিশ্বের ৩৪ টি রাষ্ট্রে। অসুস্থ হয়েছেন ৫০০ মানুষও। আমেরিকা, কানাডা সহ পশ্চিম বিশ্বের রাষ্ট্রগুলিতে ছড়িয়ে পড়েছে এই ব্যাকটেরিয়ার ছোবল।
সালমোনেল্লা ব্যাকটেরিয়ার সংক্রমনে আক্রান্তদের প্রথমে ডায়েরিয়া, জ্বর, পেটেব্যথার মত লক্ষন গুলি দেখা যায়। এই লক্ষন গুলি সাধারণত ৬ ঘন্টা থেকে ৬ দিন অবধিও থাকতে পারে। তবে আক্রান্ত হওয়ার ৪ – ৭ দিনের মাথায় রোগটি ধরা যায়। আক্রান্তের তালিকায় ৫ বছরের কম শিশু ও ৬৫ বছরের বেশী বৃদ্ধদের সম্ভাবনা বেশী আছে।
দ্য নিউইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, অসুস্থতার জেরে ৭৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনে করা হচ্ছে, কোন সংস্থা কতৃক সরবরাহ করা পেয়াজ খেয়েই অসুস্থ হয়ে পড়েছেন তারা।
এই রিপোর্ট অনুযায়ী, আমেরিকার মোট ৩১ টি রাজ্যে সালমোনেল্লা ব্যাকটেরিয়ার প্রভাব পাওয়া গেছে। আর এই ঘটনার জন্য প্রাথমিকভাবে থমসন ইন্টারন্যাশনাল নামক একটি পেয়াজ সরবরাহকারী সংস্থাকে দায়ী করা হচ্ছে।
সংশ্লিষ্ট সংস্থার মতে, তদন্তের সময় এই সরবরাহকারীর লাল পেয়াজের কারনে সাধারন মানুষ সংক্রমিত হচ্ছে। ইতিমধ্যে সংস্থাটি তাদের ডেলিভারি করা সব পেয়াজ রিটেলারদের থেকে ফিরিয়ে নিচ্ছে।