Home দেশ ব্রিজ থেকে নিরীহ কুকুরকে ফেলায় গ্রেপ্তারের দাবি নেটিজেনদের... ভাইরাল ভিডিও

ব্রিজ থেকে নিরীহ কুকুরকে ফেলায় গ্রেপ্তারের দাবি নেটিজেনদের… ভাইরাল ভিডিও

ব্রিজের উপর দাড়িয়ে আছে দুটি কুকুর। একটিকে তুলে ধরে লেকের মধ‍্যে ছুড়ে ফেলে দেন যুবক। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অভিযুক্তের বিরুদ্ধে সরব হয়েছেন নেটিজেনদের একাংশ।

সুত্রে খবর, ঘটনাটি হয়েছে মধ‍্যপ্রদেশের ভোপালে। সেখানকির বড় তালাব এলাকার ব্রিজের উপর থেকে ছুড়ে ফেলা হয় নিরীহ কুকুরটিকে।
ভিডিওতে দেখা যাচ্ছে, ব্রিজের উপর দাড়িয়ে আছেন ওই ব‍্যক্তি। তার আশেপাশে দুটো কুকুর ঘুরছিল। এএকটি কুকুরের মাথায় হাত বুলিয়ে তাকে কোলে তোলেন তিনি। এরপর ব্রিজ থেকে ছুড়ে ফেলে দৈন নিচে লেকের জলে। তবে কুকুরটির কী ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি।


আর এই ভিডিও দেখে রীতিমতো ক্ষুব্ধ নেটিজেনরা। তারা অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থানায় ডায়েরি করেন স্থানীয় এক প্রাণী অধিকার রক্ষাকারী দলের সদস্যরা। ইতিমধ্যে ৪২৯ ধারায় মামলা জারি হয়েছে। শ‍্যামলা হিলস থানার পুলিশ এবিষয়ে তদন্ত চালাচ্ছেন। তিনি জানান, “অভিযুক্তকে চিহ্নিত করা গিয়েছে। তাঁর নাম সলমন খান।’’
পলাতক সলমনের খোঁজ চালাচ্ছে পুলিশ।

- Advertisment -

জনপ্রিয়

অংশুমান প্রত্যুষ-এর পরিচালনায় তৈরি হতে চলেছে ‘নির্ভয়া, সমাজের লক্ষ্মী’…

অংশুমান প্রত্যুষ-এর পরিচালনায় তৈরি হতে চলেছে ‘নির্ভয়া' সমাজের লক্ষ্মী’। কিন্তু এই ছবির সঙ্গে নির্ভয়া কাণ্ডের কোনো মিল নেই। একটি ১৩ বছরের মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার...

লোকগান ‘ঠাকুরজামাই’ মিউজিক ভিডিওতে অন্যরূপে দেখা মিললো স্বস্তিকা দত্তের….

ছোট পর্দা ও বড়ো পর্দার বেশ পরিচিত মুখ স্বস্তিকা দত্ত. কখনো রাধিকা রূপে কখনো ডালি রূপে আবার কখনো কবিতা রূপে দেখা মিলেছে তার. প্রথমবার...

Platform 8 OTT’ তে সদ্য রিলিজ হলো সৌভিক মন্ডল পরিচালিত এর এক ভিন্ন ধারার ছবি “সর্ষেফুল”…

সম্প্রতি আকাশ বাংলার প্রস্তুতি প্লাটফর্ম 8 OTT তে সদ্য মুক্তি পেলো Roll Camera Action এর প্রযোজনায় নির্মিত, এবং সৌভিক মন্ডল পরিচালিত এর এক ভিন্ন ধারার...

মুক্তি পেলো অভিজিৎ চৌধুরী ও প্রকাশ শিকদার পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি “শিউলি”…

এই পুজোয় মুক্তি পেলো জয় রায় এন্টারটেইনমেন্ট প্রযোজিত স্বল্পদৈর্ঘ্যের ছবি 'শিউলি'। ছবিটি পরিচালনা করেছেন অভিজিৎ চৌধুরী ও প্রকাশ শিকদার। পরিচালক তাদের এই স্বল্প দৈর্ঘ্যের...