তিনদিন বন্ধ নেপাল বর্ডার।শোচনীয় অবস্থা হংকং মার্কেটের।শিলিগুড়ির বিখ্যাত বাজার হংকং মার্কেটের বাজার অনেকটাই নির্ভর করে নেপালীদের উপরে।এই বাজারের প্রায় 70%কেনাকাটা করেন নেপালীরা।লকডাউনের কারনে এমনিতেই অনেকটা ব্যাবসা কমে এসেছে হংকং মার্কেটের,এর উপরে নেপালে নির্বাচনের জন্য বন্ধ নেপাল বর্ডার।
তাই যাতায়াত বন্ধ বাইরে থেকে আসা নেপালীদের,ফলে বন্ধ কেনাকাটা।ফলে উভসঙ্কটে পড়ে গেছে হংকং মার্কেট,তাদের দোকান না খুললে চলছে না,অন্যদিকে দোকান খুললে বিক্রি নেই।এক দোকানদার জানালেন বিক্রি নেই একেবারেই,আমাদের বাজারে ভীড় বেশী থাকে বাইরের লোকেদের,তার মধ্যে নেপালীদের সংখ্যা প্রায় অর্ধেক।তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সপ্তাহে তিনদিন দোকান বন্ধ রাখবার।না হলে আমার সমস্যা বেড়েই চলবে।পরে বাজার ঠিক হলে আলাদা ব্যাপার।তবে শিলিগুড়ির যে বাজারই হোক না কেন তা চলে অনেকটা নেপালীদের উপরে নির্ভর করেই,সেই নেপালীরা আসছেন না,ফলে অনেকটাই ম্রিয়মান শিলিগুড়ির বিধান মার্কেট এবং তার আশেপাশের বাজার।
সূত্র :- কুশল দাশগুপ্ত, উত্তরবঙ্গ