বর্ধমানের বাসিন্দা সৌম্য দত্তের বানানো বিশাল
প্যারাশুটে করে মঙ্গলে নাসার মহাকাশযান ‘মার্স ২০২০ রোভার’।
বাঙালির গর্ব সৌম্যের বানানো এত বড় প্যারাশুট এই প্রথম পাঠানো হচ্ছে মঙ্গলে। মঙ্গল অভিযানে পাঠানো পূর্বের প্যারাশুটটির তুলনায় এটি উচ্চতায় অনেক বেশি হওয়ার পাশাপাশি অনেক আধুনিকও।
উচ্চতায় ২১ মিটারের চেয়ে বেশি এই প্যারাশুট ১ থেকে ২ সেকেন্ডে খুলে যাওয়ার সঙ্গে সঙ্গেই অবতরণের সঠিন স্থান খুঁজতে শুরু করে দেবে রাডারের ক্যামেরা৷
‘মার্স ২০২০ রোভার’ কে সঠিক ভাবে অবতরণ করানোর জন্য বিশাল উচ্চতার প্যারাশুটের প্রয়োজন ছিল। কারণ রোভারের অবতরণ প্রযুক্তিতে এবারে অনেকটাই পরিবর্তন হয়েছে। এবার কক্ষপথ প্রদক্ষিণ না করেই ল্যান্ডার ও রোভার মঙ্গলের মাটিতে নামবে।
বিশেষ তাপরোধী ব্যাবস্থা নির্মান করা হয়েছে যাতে মঙ্গলের বায়ুমন্ডলের সাথে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বা পুড়ে না যায়।
মঙ্গল গ্রহে এই ল্যান্ডার ও রোভারকে সঠিক ভাবে নামাতে এই বিশেষ প্যারাশুট টি তৈরী করা হয়েছে যার শব্দের তুলনায় গতিবেগ থাকবে দ্বিগুণ।
রকেট থেকে ল্যান্ডার ও রোভার আলাদা হওয়ার সময় রকেটটির গতি ৫কিমি/সেকেন্ড থাকবে। রকেটের গতিবেগ কমলে দুর্ঘটনার সম্ভাবনা থাকবে।