মনেপরে, লোকসভা ভোটের আগের কথা? রাফেল বিমান কেনা নিয়ে অগাত দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলেছিলো কংগ্রেস পার্টি। সেই সময়ে ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগানকে চলতি বুলিতে পরিণত করেছিলেন তৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
লোকসভা ভোটের ফলাফলে যদিও এই স্লোগানের বিন্দুমাত্রও প্রতিফলন ঘটেনি। কিন্তু হালে চিন সমস্যা নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সেই প্রায় একই ধাঁচে স্লোগান তুললো ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টি। টুইটারে টুইটের পর টুইট আর রি-টুইটের ঝড় তুলে ছত্তিশগড় কংগ্রেস। ট্রেন্ডিং করে তুললো নতুন স্লোগান “চৌকিদার চাইনিজ হ্যায় (#ChaukidarChineseHai)”।
ছত্তীশগড় প্রদেশ কংগ্রেসের সেবাদল টুইট করে লিখেছেন, “সর্দার বল্লভভাই পটেলের মূর্তি বানিয়েছে চাইনিজ সংস্থা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং পেটিএমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। রাস্তা বা সুড়ঙ্গ নির্মাণের জন্য বরাত দেওয়া হয়েছে চিনের সংস্থাকে, প্রধানমন্ত্রী চিনে গিয়েছেন ৯’বার তাই #ChaukidarChineseHai। প্রাক্তন বিধায়ক চুন্নিলাল সাহু লিখেছেন, “চিনের বন্ধু, জাতির বিশ্বাসঘাতক #ChaukidarChineseHai.
এমনকি সোমবার বিকেলে রাহুল গান্ধী যে টুইটে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন তুলেছিলেন, চিনের মিডিয়া প্রধানমন্ত্রীকে এত বাহবা দিচ্ছে কেন? সেটিও প্রদেশ কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে রিটুই করা হয়েছে বলে জানা গেছে।