Home দেশ লকডাউনে বেড়েছে ইন্টারনেটের ব্যবহার, প্রতি ঘণ্টায় ৯৫ কোটি ইনকাম আম্বানির।

লকডাউনে বেড়েছে ইন্টারনেটের ব্যবহার, প্রতি ঘণ্টায় ৯৫ কোটি ইনকাম আম্বানির।

বিশ্বে চলছে অর্থনৈতিক মন্দা। তারই মধ্যে আম্বানি কমিয়েছে প্রায় কোটি কোটি টাকা। এই সময় বেড়েছে সম্পত্তির পরিমাণ। এর প্রধান সংস্থা চীনে অবস্থিত। রিপোর্ট অনুযায়ী ভারতের সেরা ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষে রয়েছেন জিও প্রতিষ্ঠাতা মুকেশ আম্বানি। সম্পদের পরিমান “V” আকৃতির ন‍্যায় বৃদ্ধি পেয়েছে। লকডাউনের প্রথম দুমাসে ১৯ বিলিয়ন ডলার সম্পত্তি কমলেও পরের দুমাসে সেই সম্পত্তির পরিমান ১৮ বিলিয়ন ডলার বেড়েছে। যা ভারতীয় অঙ্কের হিসেবে প্রায় ১.৩৭ লক্ষ কোটি টাকার সমান। এর অর্থ প্রতি ঘন্টায় ৯৫ কোটি টাকার সম্পত্তি বাড়িয়েছেন তিনি। তার প্রতি ঘণ্টায় আয় প্রায় 95 কোটি। শীর্ষ শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিসের চেয়ারম‍্যান ৬৩ বছর বয়সী মুকেশ আম্বানীর ভারতীয় অঙ্কে মোট সম্পত্তির পরিমান ৬ হাজার ৪৫০ কোটি ডলারে। ফলে একমাত্র এশীয় হিসেবে তিনি ঢুকে পড়েন বিশ্বের সেরা দশ ধনীর তালিকায়।

দেশের দুই সেরা ধনী ব‍্যক্তি আম্বানী ও পুনাওয়ালার সম্পদ বৃদ্ধির পরিমান থেকে সেটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এই তালিকায় যার সম্পদের পরিমান সম্পত্তির পরিমান বেড়েছে তিনি হলেন অ‍্যামাজনের ভালিক জেফ বেজোস। 20 বিলিয়ন থেকে সম্পত্তির পরিমান বেড়ে 160 বিলিয়ন ডলারে দাড়িয়েছে।

- Advertisment -

জনপ্রিয়

শ্যুটিং শুরু হলো ৮/১২- র, সঙ্গীত পরিচালক হিসেবে যোগ দিলেন সৌম্য ঋত…

৮/১২'র শুভ মহরত হয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অরুন রায়, প্রযোজক কান সিং সোধা, অভিনেতা কিঞ্জল নন্দ, রেমো, অর্ণ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী ছাড়াও...

টিম সোহম ও হাসি খুশি ক্লাবের পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ “অন্য ইলিশ ও চিংড়ি উৎসব”….

টিম সোহম ও হাসি খুশি ক্লাবের পক্ষ থেকে ২৫ শে জুলাই দুপুর ১২টায় আয়োজন করা হয়েছিল "অন্য ইলিশ ও চিংড়ি উৎসব". বরানগর, টেবিন রোড,...

এবার “চারেক্কে প্যাঁচ” নিয়ে হাজির পরিচালক অরূপ সেনগুপ্ত…

অবাক লাগছে না? হ্যাঁ সত্যি অবাক লাগার মতোই কথা. দম ফাটানো হাসির ছবি নিয়ে হাজির পরিচালক অরূপ সেনগুপ্ত. "এ.কে.Ray", "আনএথিক্যাল"- এর পর "চারেক্কে প্যাঁচ"...

প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন রিতেশ দেশমুখ…

এই প্রথম বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউডের জনপ্রিয় নায়ক রীতেশ দেশমুখ। ছবির নাম ‘অন্তর্দৃষ্টি’। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে টলিউড...