যে কোনো নেশাই যে কতটা ক্ষতিকার, তা সকলেরই জানা। সেলফির নেশাও কিন্তু ভীষণ ভয়ঙ্কর। যা আগেও অনেক মানুষের জীবনে সর্বনাশ ডেকে এনেছে।
সেলফির কারণে অনেকের প্রাণ গেছে তবুও মানুষ তার থেকে শিক্ষা নেয় নি, সেলফির নেশায় এবার এক মা হারালেন তার সন্তানকে।
আরও এক প্রাণ চলে গেল নিজস্বীর নেশায়।
কেরলের সমুদ্রে রবিবার মায়ের সামনে দিয়ে এক ছোট্ট শিশু ভেসে গেল, ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর আড়াইটে নাগাদ আলাপুঝা তটে। সমুদ্রে ভেসে যাওয়া শিশুটির নাম অধিকৃষ্ণ।
আড়াই বছরের ছেলে যখন ভেসে যাচ্ছে মা ব্যস্ত সেলফিতে।
কয়েক দিন আগে পালাক্কড় অনিতামোলি নিজের দুই সন্তান এবং ভাইপোকে নিয়ে এক আত্মীয় বিনুর বাড়ি আসেন আলাপুঝায় এ।
রবিবার ওই আত্মীয়ের গাড়িতে করে অনিতামোলি ও ৩টি শিশু আলাপুঝা সমুদ্রতীরে আসেন ওই আত্মীয়ের সাথে ।
সমুদ্র তখন উত্তাল ছিল তাই পুলিশ তাঁদের তটে মেন গেট দিয়ে ঢুকতে নিষেধ করে কিন্তু নিষেধ অগ্রাহ্য করেই স্থানীয় ইএসআই হাসপাতালের সামনে দিয়ে তারা সমুদ্রতটে যায়।
বিনু নামের ওই আত্মীয় গাড়ি পার্ক করতে যায় সেই সময় এক মুহুর্তও অপেক্ষা না করে
অনিতামোলি সমুদ্রে নেমে বাচ্চাদের সঙ্গে সেলফি তোলা শুরু করে দেয়। এই সময় উত্তাল ঢেউ আসলে অধিকৃষ্ণ ভেসে যায় জলে।
বিনু এসে সমুদ্রতট থেকে উদ্ধার করেন অনিতামোলি ও আরও দুজন শিশুকে।
খারাপ আবহাওয়া জানার পরও নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিশুদের নিয়ে সমুদ্রতটে যাওয়ার অপরাধে শিশু কল্যাণ কমিটি মামলা দায়ের করেছে মৃত শিশুর মা
অনিতামোলি ও তাদের আত্মীয় বিনুর বিরুদ্ধে।