গুলি করে শ্বাশুড়িকে খুন করে, পরে একই অস্ত্র দিয়ে গুলি দিয়ে নিজেকে শেষ করে দিল জামাই। সোমবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ফুল বাগান থানা এলাকায়। পুলিশের তরফ থেকে জানা গেছে ফুল বাগানের একটি বড়ো আবাসনে থাকতেন বছর ৬০ এর ললিতা ঢনঢনিয়া। ৪২ বছরের অমিত আগরওয়াল ললিতা দেবীকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন। তবে অনুমান করা যাচ্ছে সম্পত্তির জেরে বচসার কারণেই এই ঘটনা।
পুলিশ সূত্রে জানা যায়, অমিত বাবু ও তার স্ত্রী(ললিতা দেবীর মেয়ে) বছর ২ ধরে আলাদা থাকে। স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই তাদের মধ্যে। কিন্তু সোমবার বিকেলে ৫ টা নাগাদ অমিত আগরওয়াল আসে ফুল বাগানের রামকৃষ্ণ সমাধি রোডের আবাসনে, তার শ্বশুড় বাড়িতে। সেখানেই শ্বশুড় মশাই সুভাষ ঢনঢনিয়ার সঙ্গে সম্পত্তি নিয়ে অমিতের সঙ্গে বচসা হয়। সুভাষ ঢনঢনিয়া(৭০ বছর) উত্তেজিত হয়ে পড়েন। স্বামী কে অসুস্থ হয়ে পরতে দেখে স্ত্রী ললিতা দেবী সেই বচসা থামানোর চেষ্টা করেন। এরই মধ্যে চলতে থাকে কথা কাটাকাটি। তারই মধ্যে বৃদ্ধা ললিতা দেবীকে তাক করে গুলি চালায় অমিত। পুলিশ জানিয়েছে ললিতা দেবীকে একদম কাছ থেকে গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে সেখানেই পড়ে যায় ললিতা দেবী।
এমত অবস্থায় কি করবে ভেবে না পেয়ে তাড়াতাড়ি ঘর থেকে বেড়িয়ে বাইরের থেকে দরজা বন্ধ করে দেয় সুভাষ বাবু। পাশে প্রতিবেশীর ফ্ল্যাটে গিয়ে কোনরকমে সবকিছু খুলে বলেন, এবং প্রতিবেশীর বাড়ি থেকেই ফুলবাগান থানার পুলিশকে ফোন করে সবটা জানান।