শেওড়াফুলিতে মোহনবাগানের সমর্থকদের জমায়েত এবং র্যালি দেখা যায় আজ। মোহনপবাগান ভারতসেরা দল হিসেবে মনোনীত হওয়ায় এবং পাঁচবার আইলিগ জেতার
সেলিব্রেশনে এদিন মোহনবাগানের সমর্থকদের উচ্ছ্বাস দেখা যায়। বৈদ্যবাটির শেওড়াফুলি ফাঁড়ির মোড়ে জমায়েত হন মোহনবাগানের সমর্থকরা এবং আইলিগ ট্রফি আসার পর বৈদ্যবাটি ফাঁড়ি থেকে বৈদ্যবাটি চৌমাথা পর্যন্ত মোহনবাগানের সমর্থকদের
একটি র্যালি হয়।সমস্ত নিয়ম এবং করোনা বিধি মেনেই বর্তমানের মতোই আগামীতেও মোহনবাগানের সমর্থকরা তাদের কর্মকান্ডগুলি করবেন বলে জানান। তারা আরও জানান করোনা সংক্রমণকে আটকানোয় রাজ্য সরকারের ভূমিকা অনেকটা। তাদের জমায়েত বা র্যালিতে সকলে মাস্ক পড়েছিলেন এবং স্যানিটাইজার ব্যবহার করেছেন। র্যালিতেও মানা হয় সামাজিক দূরত্ববিধি।
শেওড়াফুলিতে মোহিনবাগানের সমর্থকদের র্যালি…
- Advertisment -