আমরা জানি চুল পরিষ্কার করতে, চুল সিল্কি ও সাইন করতে আমরা শ্যাম্পু ব্যবহার করি। কিন্তু চুলের যত্ন নিতে শ্যাম্পুর সাথে মিশিয়ে নিন অল্প চিনি দেখবেন মিলবে আশ্চর্য উপকার। চিনি শরীরের জন্য ক্ষতিকারক হলেও চুলের সৌন্দর্য্য বৃদ্ধিতে খুবই উপকারী।
ব্রিটেনের এক বিশেষজ্ঞ ড.ওয়েস্কলার বলেন শ্যাম্পু করার সময় যদি তাতে চিনি মিশিযে নেওয়া যায় তবে চুল মজবুত, ঘন ও পরিষ্কার হবে। ফলে আগের থেকে চুলের সৌন্দর্য্য বাড়বে ও দেখতেও সুন্দর হবে।
চুলের গ্রোথ বৃদ্ধির জন্য যদি প্রতিদিন শ্যাম্পুর সাথে চিনি মিশিয়ে ধীরে ধীরে ম্যাসাজ করেন তাহলে আপনার মাথা থেকে খুসকি দূর হবে।
চিনি এমন একটি উপাদান যার ভালো ও খারাপ দুটো দিকই আছে। শুধু মিষ্টি জাতীয় খাবার ও চুলের গ্রোথ এর জন্যই চিনি ব্যবহার করা হয় না ত্বকের নানান সমস্যা দূর করতে ত্বককে উজ্জ্বল করে তুলতে, ডার্ক সার্কেল, কালো দাগ ও ব্রণর সমস্যা মেটাতে চিনি ব্যবহার করতে পারেন।
চুল উঠে যাচ্ছে? চুলে খুসকি? নতুন চুল গজাতে, গোড়া মজবুত করতে শ্যাম্পুর সাথে মেশান এই উপকরন টি
- Advertisment -