Home সেলিব্রিটি নিজের জন্মদিনে নগ্ন ছবি পোস্ট করে নিজেকে উইশ করলেন মিলিন্দ সোমান

নিজের জন্মদিনে নগ্ন ছবি পোস্ট করে নিজেকে উইশ করলেন মিলিন্দ সোমান

অভিনেতা মিলিন্দ সোমান পা দিলেন ৫৫ তে,জন্মদিনে অভিনব ভাবে শুভেচ্ছাবার্তা দিলেন নিজেকেই। জন্মদিনের দিন ইনস্টাগ্রামে নিজের নগ্ন ছবি পোস্ট করে নিজেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। যেই ছবিতে দেখা যাচ্ছে সমুদ্রের ধারে নগ্ন হয়ে দৌড়াচ্ছেন মডেল, অভিনেতা মিলিন্দ। এই পোস্ট নিয়ে কিছু মানুষ সমালোচনা করলেও অনেকেই এই ছবি দেখে অবাক, যে ৫৫ তে পা দিলেও ফিটনেস এ তিনি ২৫ ।
তবে এর আগেও নগ্ন ছবি পোস্ট করে বিতর্কের ঝড় তুলেছিলেন তিনি।
সুপার মডেল মধু সাপ্রের সঙ্গে অনেক বছর আগে এক ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করেছিলেন মিলিন্দ।
কয়েক বছর আগেই মিলিন্দ বিয়ে করেন তার থেকে ২০ বছরের ছোট অঙ্কিতাকে বিয়ে করেন, তিনি বুঝিয়েছিলেন ভালোবাসার কাছে বয়স কোনও ব্যাপার নয়৷
অঙ্কিতা মিলিন্দের সঙ্গে নানা ফটো শেয়ার করে ইনস্টাগ্রামে শুভেচ্ছাবার্তা দিয়েছেন স্বামীকে।শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের দিকেও ভীষণ নজর দেন মিলিন্দ, ছবি পোস্ট করে জানিয়েছেন অঙ্কিতা। বরাবরই শরীরচর্চায় এগিয়ে থাকেন মিলিন্দ। ডায়েট, এক্সারসাইজ এসব মেনে চলেন বলেই এই বয়সেও
তার পেশির সুস্পষ্ট প্রকাশ দেখে অবাক তার ভক্তরা।সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা তাঁর ছবির প্রশংসা করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে যায় জন্মদিনের এই ছবি।

- Advertisment -

জনপ্রিয়

সরস্বতী নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত হতে চলেছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে

করোনা প্রকোপ খানিক শান্ত হতে না হতেই এই শীতের মরসুমে নাট্যপিপাসু দর্শকদের কাছে সবচেয়ে আনন্দের বিষয় কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হওয়া নাট্যোৎসবে...

“পাই” এর উৎসবে মাতলো কলকাতা। ২০ থেকে ২৬ শে জানুয়ারি পর্যন্ত চললো সেলিব্রেশন

কলকাতায় গল্ফগ্রীনে পুরো সপ্তাহ ধরে চললো "পাইয়ের উৎসব"। "দ্য পাই হাউসের" পক্ষ থেকে আন্তর্জাতিক পাই ডে উপলক্ষে ২০ থেকে ২৬ শে জানুয়ারি সেলিব্রেট করা...

কলকাতা প্রেক্ষাপট এর নাট্য – পার্বণ

ভারতীয় সংকৃতির পীঠস্থান আমাদের এই বাংলা । নাট্যচর্চা বাংলার তথা ভারতীয় সংস্কৃতির এক অভূতপূর্ব ধারাকে বহন করে নিয়ে চলেছে প্রাচীনকাল থেকেই । বরাবরই বিভিন্ন...

সুযোগ পেলে আমিও স্বাস্থ্য সাথীর কার্ড করাবো” বললেন দিলীপ ঘোষ

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে এবার সামিল রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। স্বাস্থ্য সাথীর কার্ড করেছেন দিলীপ ঘোষ ও তার পরিবার এমনই দাবি করলেন বীরভূম...