অভিনেতা মিলিন্দ সোমান পা দিলেন ৫৫ তে,জন্মদিনে অভিনব ভাবে শুভেচ্ছাবার্তা দিলেন নিজেকেই। জন্মদিনের দিন ইনস্টাগ্রামে নিজের নগ্ন ছবি পোস্ট করে নিজেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। যেই ছবিতে দেখা যাচ্ছে সমুদ্রের ধারে নগ্ন হয়ে দৌড়াচ্ছেন মডেল, অভিনেতা মিলিন্দ। এই পোস্ট নিয়ে কিছু মানুষ সমালোচনা করলেও অনেকেই এই ছবি দেখে অবাক, যে ৫৫ তে পা দিলেও ফিটনেস এ তিনি ২৫ ।
তবে এর আগেও নগ্ন ছবি পোস্ট করে বিতর্কের ঝড় তুলেছিলেন তিনি।
সুপার মডেল মধু সাপ্রের সঙ্গে অনেক বছর আগে এক ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করেছিলেন মিলিন্দ।
কয়েক বছর আগেই মিলিন্দ বিয়ে করেন তার থেকে ২০ বছরের ছোট অঙ্কিতাকে বিয়ে করেন, তিনি বুঝিয়েছিলেন ভালোবাসার কাছে বয়স কোনও ব্যাপার নয়৷
অঙ্কিতা মিলিন্দের সঙ্গে নানা ফটো শেয়ার করে ইনস্টাগ্রামে শুভেচ্ছাবার্তা দিয়েছেন স্বামীকে।
শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের দিকেও ভীষণ নজর দেন মিলিন্দ, ছবি পোস্ট করে জানিয়েছেন অঙ্কিতা। বরাবরই শরীরচর্চায় এগিয়ে থাকেন মিলিন্দ। ডায়েট, এক্সারসাইজ এসব মেনে চলেন বলেই এই বয়সেও
তার পেশির সুস্পষ্ট প্রকাশ দেখে অবাক তার ভক্তরা।
সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা তাঁর ছবির প্রশংসা করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে যায় জন্মদিনের এই ছবি।
নিজের জন্মদিনে নগ্ন ছবি পোস্ট করে নিজেকে উইশ করলেন মিলিন্দ সোমান
- Advertisment -