Home রাজ্য হাড়োয়ায় বধূকে মেছো ভেরিতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ। চার অভিযুক্ত পলাতক...

হাড়োয়ায় বধূকে মেছো ভেরিতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ। চার অভিযুক্ত পলাতক…

হাড়োয়ায় বধূকে গণধর্ষণ, উত্তেজিত গ্রামবাসী

বসিরহাট মহকুমার হাড়োয়া থানার গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মুন্সিগিরিতে
২৮ বছরের এক বধূকে গণধর্ষণের অভিযোগে মঙ্গলবার ব্যপক চাঞ্চল্য ছড়ায় হাড়োয়া থানার গোপালপুরে।

বৃহস্পতিবার সকাল থেকেই নিঁখোজ ছিল ওই বধূ । ওই বধূর স্বামী জানান, ভোররাতে ঘুম থেকে উঠেই স্ত্রীকে খুঁজে না পেয়ে প্রতিবেশীদের জানান নিখোঁজ বধূর স্বামী।

আশেপাশের এলাকা খুঁজেও পাওয়া যায় নি ওই বধূকে , এরপর মেছো ভেরির কর্মীরা এক বধূর অচৈতন্য অবস্থায় দেখতে পায় সেখানে, খবর পেয়ে সেই স্থানে যায় ওই বধূর পরিবার এবং প্রতিবেশীরা।

প্রথমে ওই বধূকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও গুরুতর আঘাত পাওয়ায় তাকে বসিরহাট জেলা হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন বধূর বয়ানের ভিত্তিতে গণধর্ষণের অভিযোগ করা হয়েছে চারজনের বিরুদ্ধে।

পলাতক ওই চার অভিযুক্ত।
ওই চারজনকে গ্রেফতারের দাবিতে উত্তেজিত গ্রামবাসী রাস্তা অবরোধ করে । পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আশ্বাস দেন অভিযুক্তদের গ্রেফতার করার।
নির্যাতিতার স্বামীও পূর্বে মেছো ভেরির কর্মী ছিলেন বলে জানা গেছে, ঘটনার তদন্ত চলছে।

- Advertisment -

জনপ্রিয়

চোরাই বাইক সহ গ্রেপ্তার দুই অভিযুক্ত

শিলিগুড়ি সহ আশেপাশের এলাকা গুলিতে বড় গাড়ি পাচারের সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে উঠেছে বাইক পাচার চক্র । অভিযানে নেমে তিনটি চুরির বাইক সহ দুই...

জেলা প্রশাসনের উদ্যোগে চা বাগানে সখী মেলা

মঙ্গলবার জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে অঙ্গণওয়াড়ি কর্মীদের অংশ গ্রহণের মধ্যে দিয়ে ডেঙ্গুয়াঝাড় চা বাগানে অনুষ্ঠিত হল একদিনের সখী মেলা । এদিনের এই মেলার উধবোধন...

হঠাৎ করে গরম দার্জিলিং এ, অবাক এবং হতাশ পর্যটকেরা

গরম থেকে বাচতে শৈলশহরে এসেও গরম।হ্যা অবাক হলেও সত্যি ঘটনা দার্জিলিং এর তাপমাত্রা ঘোরাফেরা করছে 14 ডিগ্রীতে।পর্যটকেরা এসে গরম জামাকাপড় খুলে বের হচ্ছেন।কোন কোন...

কথায় আছে, প্রেমের কোনও বয়স নেই। সীমানা নেই

কোনও কিছুই বাধ মানে প্রেমের সামনে। যে কোনও বয়সেই আসতে পারে প্রেম। আর তেমনই এক ছবি উঠে এল উত্তরপ্রদেশের আগরা শহর থেকে।প্রেমিকের বয়স ৮০।...