Home রাজ্য হাড়োয়ায় বধূকে মেছো ভেরিতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ। চার অভিযুক্ত পলাতক...

হাড়োয়ায় বধূকে মেছো ভেরিতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ। চার অভিযুক্ত পলাতক…

হাড়োয়ায় বধূকে গণধর্ষণ, উত্তেজিত গ্রামবাসী

বসিরহাট মহকুমার হাড়োয়া থানার গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মুন্সিগিরিতে
২৮ বছরের এক বধূকে গণধর্ষণের অভিযোগে মঙ্গলবার ব্যপক চাঞ্চল্য ছড়ায় হাড়োয়া থানার গোপালপুরে।

বৃহস্পতিবার সকাল থেকেই নিঁখোজ ছিল ওই বধূ । ওই বধূর স্বামী জানান, ভোররাতে ঘুম থেকে উঠেই স্ত্রীকে খুঁজে না পেয়ে প্রতিবেশীদের জানান নিখোঁজ বধূর স্বামী।

আশেপাশের এলাকা খুঁজেও পাওয়া যায় নি ওই বধূকে , এরপর মেছো ভেরির কর্মীরা এক বধূর অচৈতন্য অবস্থায় দেখতে পায় সেখানে, খবর পেয়ে সেই স্থানে যায় ওই বধূর পরিবার এবং প্রতিবেশীরা।

প্রথমে ওই বধূকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও গুরুতর আঘাত পাওয়ায় তাকে বসিরহাট জেলা হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন বধূর বয়ানের ভিত্তিতে গণধর্ষণের অভিযোগ করা হয়েছে চারজনের বিরুদ্ধে।

পলাতক ওই চার অভিযুক্ত।
ওই চারজনকে গ্রেফতারের দাবিতে উত্তেজিত গ্রামবাসী রাস্তা অবরোধ করে । পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আশ্বাস দেন অভিযুক্তদের গ্রেফতার করার।
নির্যাতিতার স্বামীও পূর্বে মেছো ভেরির কর্মী ছিলেন বলে জানা গেছে, ঘটনার তদন্ত চলছে।

- Advertisment -

জনপ্রিয়

শ্যুটিং শুরু হলো Milky Way Films দ্বারা প্রযোজিত ছবি “শব চরিত্র”-এর…

দেবাশিস সেন শর্মার পরিচালনায় এবং Milky Way Films এর প্রযোজনায় আসতে চলেছে নতুন ছবি "শব চরিত্র". ইতি মধ্যেই ছবির শ্যুটিং শুরু হয়ে গেছে. ছবিটি...

প্রকাশিত হলো লেখক রয় ফিনিক্সের প্রথম উপন্যাস অ্যালফাবেটিকা এক রূপক কাহিনী…

নতুন লেখক রয় ফিনিক্সের প্রথম উপন্যাস অ্যালফাবেটিকা এক রূপক কাহিনী। এই কাহিনী সমাজের যে ফাঁক ফোকর দিয়ে সংখ্যাগুরুর আধিপত্য মাথা তোলে, তার গল্প রয়...

শীঘ্রই মুক্তি পেতে চলেছে রৌনক ধরের পরিচালনায় ও উৎসরিক দাসগুপ্তর প্রযোজনার নতুন ছবি ‘সত্যায়ন’

সম্প্রতি মুক্তি পেয়েছে এআর এসএস এন্টারটেইনমেন্ট ও বক্স অফিস এর পরবর্তী ছবি 'সত্যায়ন' এর প্রমো এবং পোস্টার। রৌনক ধর এর পরিচালনায় ও উৎসরিক দাশগুপ্তর...

তৃষা’র কন্ঠে আসতে চলেছে দিব্য প্রীতম জুটির নতুন গান ‘একলা সারাদিন’…

প্রীতম দেবের সুরে ও গীতিকার দিব্যদ্যুতির লেখা গান "একলা সারাদিন" গাইলেন সঙ্গীতশিল্পী তৃষা চ্যাটার্জী। ২রা ডিসেম্বর সঙ্গীত পরিচালক প্রীতম দেবের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে...