কাল মাধ্যমিকের ফলপ্রকাস.. উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হতে পারে আগামী 17 জুলাই
মাধ্যমিকের ফলপ্রকাশ হবে আগামী কাল অর্থাৎ 15-07-2020 তারিখে। আজ এই কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো জানিয়েছেন উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে আগামী শুক্রবার 17-07-2020 তারিখে।
আজ নবান্নে স্বরাষ্ট্রসচীব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে ছিলেন তারই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন আসে। স্বরাষ্ট্রসচীব ফোন ধরে সাংবাদিকদের এই কথা শোনা ন। ছাত্রছাত্রীদের তিনি আগাম শুভেচ্ছা জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী বলেন লক ডাউনের মধ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হলেও মাধ্যমিক পরীক্ষা সঠিক ভাবে সুসম্পন্ন হয়। তাই মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ মেধাতালিকা প্রকাশ করা হবে।
মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে বুধবার সকাল 10:30 থেকে মধ্য শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবে ছাত্রছাত্রীরা। অ্যাডমিট কার্ডের নম্বর দিয়ে তারা রেজাল্ট দেখতে পাবে। তবে ছাত্রছাত্রীদের হাতে তাদের মার্কশিট দেওয়া হবে না, অভিভাবকরা বিদ্যালয় গিয়ে মার্কশিট আনবেন।