Home জেলার খবর পুলিশের তাড়া খেয়ে খুলে গেল লুঙ্গি, ভিডিও ঘিরে শোরগোল নেট দুনিয়ায়

পুলিশের তাড়া খেয়ে খুলে গেল লুঙ্গি, ভিডিও ঘিরে শোরগোল নেট দুনিয়ায়

সোশ্যাল মিডিয়ার যুগে কোনো কিছুই ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনা, কখনো কোনো শিল্প তো কখনো মজার ভিডিও প্রায়সময়ই ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়, সম্প্রতি এমনই এক মজাদার ভিডিও (Video) ভাইরাল হয়েছে যা দেখে হেসে লুটোপুটি খাচ্ছে জনতা। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে বেশ কিছু মানুষকে পুলিশ লাঠি নিয়ে তাড়া করছে, পুলিশের তাড়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় একজন মাটিতে পরে যায় এবং সাথে সাথে খুলে যায় তার লুঙ্গি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ভাইরাল এই ভিডিওটি ঘিরে উঠেছে হাসির রব।

ভিডিওটি কোন দিন বা কোন সময়ের তা বোঝা না গেলেও বোঝা যাচ্ছে যে এটি রাজ্যে লকডাউন জারি থাকাকালীন কোনও এক দিনের।

সম্ভবত লকডাউন না মেনে রাস্তায় বেরোনোর জন্যই তাদের তাড়া করেছিল পুলিশ।

লকডাউনের দিন গুলিতে খুব জরুরী কাজ ছাড়া বাড়ি থেকে বেরোনো নিষেধ। সমস্ত জায়গাতেই লকডাউনের দিন কড়া চেকিং চলে। তবে অনেকেই নিষেধ উপেক্ষা করে লকডাউনের দিনেও আশেপাশে বেরোয়। তেমন কিছু মানুষকে পেয়ে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল সেদিনের ভিডিওতে।
যেটুকু তথ্য পাওয়া গেছে তাতে জানা যায়
ভিডিওটি নদীয় জেলার। ভিডিওটিতে যে ক্লাবটি দেখা যাচ্ছে তার নাম গোপালপুর সৎসং ক্লাব হওয়ায় এই ভিডিওটি নদীয়া জেলার গাজিপুরের বলে অনুমান।

পুলিশের তাড় খেয়ে এমন কান্ড দেখে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখে নেটিজেনরা যে মজা পেয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

সকাল সকাল এসব কি দেখলাম 🙈

Gepostet von ডিম্ভাত am Montag, 7. September 2020

- Advertisment -

জনপ্রিয়

মুক্তি পেলো DEZINIAX STUDIOS -এর প্রযোজনায় স্বল্প দৈর্ঘ্যের ছবি “হুলো & মেনি”…

বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দূর্গা পুজো. আর দূর্গা পুজোয় প্রেম হবে না তা কি হয়. এবার পুজোয় তবে "হুলো আর মেনির প্রেম হয়ে যাক? অবাক...

পুজোর মরশুমে ‘মনের মানুষ’ দেবতনু রাজ করতে চলেছে সকলের “হৃদ মাঝারে”!

বর্তমানে পরিস্তিতি উদ্বেগ জনক হলেও বাঙালীরা ৩৬৫ দিন অপেক্ষা করে থাকে এই ৪টি দিনের জন্য। উমা ঘরে আসার সাথে সাথে চারিদিক খুশির আমেজে ভরে...

দাম্পত্য জীবনের প্রথম দূর্গা পুজো! কেমন কাটাচ্ছে অভিনেতা আরুষ এবং পায়েল?

এবিও পত্রিকার তরফ থেকে প্রথমেই আরুষ এবং পায়েল কে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। গত বছর ২৭ নভেম্বর ২০২০ তে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে...

Klikk এর পক্ষ থেকে মুক্তি পেলো আরো একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি “আগমনী”…

বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দূর্গা পূজা। ৩৬৫ দিন বাঙালীরা অপেক্ষা করে থাকে এই ৪টি দিনের জন্য। উমা ফেরে তার মায়ের ঘরে। চারিদিক মেতে ওঠে উৎসবের...